News update
  • Dhaka’s air turns ‘very unhealthy’ amid fog     |     
  • BSF halts fencing at Joypurhat border after BGB intervention     |     
  • 30 NCP leaders urge Nahid Islam not to form alliance with Jamaat     |     
  • Tarique offers fateha at graves of Pilkhana martyrs, father-in-law     |     
  • Navy detains 11 over smuggling diesel, cement to Myanmar     |     

বাসায় পৌঁছালেন খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-10-18, 8:36am

img_20251018_083516-da117826680c7a69536d69d6052506741760755004.jpg




রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের বাসবভনে পৌঁছে। 

এরআগে, ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িকহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে। গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে আসেন তিনি।

খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। সেখানে তার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।