News update
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     
  • Madhyanagar Upazila in limbo four years after formation     |     
  • BNP leader injured in gun shot in Keraniganj     |     
  • Tarique’s 1st day 16-hours campaign runs till 5am Friday      |     

ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-06, 4:54pm

rwrwerwer-cdbe1e97560f46f7f8d8d4d82d798bbc1759748077.jpg




ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড জেনারেশন এআই অরা লাইটের সাথে পারফেক্ট ইমেজ স্টুডিও হিসেবে ভিভো নিয়ে এলো ভি৬০ লাইট। 

০৫ অক্টোবর রাজধানীতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী তাহসানের মনোমুগ্ধকর পরিবেশনা, ইনফ্লুয়েন্সার, টেক রিভিউয়ার, এসওএসসহ সকলের উপস্থিতি এবং ভিভো ভি৬০ লাইটের ফিচার প্রদর্শন ইভেন্টকে করে তোলে স্মরণীয়। একই দিন থেকে সারাদেশেই পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টফোনটি।

ফোনটিতে রয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি। যা, চলার পথে ছবি তুলতে দেয় দ্বিগুণ উজ্জ্বলতা এবং সাধারণ ফ্ল্যাশের চেয়ে ৭৩ গুণ বেশি নরম আলো। ফোনটিতে আছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের সাথে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ভিভোর উন্নত এআই মাস্টার অ্যালগরিদম থাকায় প্রতিটি ছবিই হয় একদম পরিষ্কার ও নয়েস-মুক্ত। পাশাপাশি, রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং উভয় ক্যামেরাতেই ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা।

ভিভো ভি৬০ লাইটের এআই ইমেজ স্টুডিও একদম পারফেক্ট ইমেজ টুলকিট। এআই ফোর সিজন পোর্ট্রেট ছবিতে আনে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ। আর এআই ইরেজ ৩.০ ও এআই এনহ্যান্স প্রতিটি ছবিকে মুহূর্তেই চমৎকার করে তোলে।

 ভি৬০ লাইটের শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি যেকোনো ভ্রমণকে করে তোলে বাধাহীন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিং এক্সপেরিয়েন্সকে করে স্মুথ। এই অসাধারণ পারপফরম্যান্সকে দীর্ঘস্থায়ী করে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেটে ফ্ল্যাগশিপ স্তরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়, ফলে চলার পথে সময় কাটানো হয় আরও আনন্দদায়ক।

অনুষ্ঠানে বক্তব্য রেখে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, “বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ ডিজাইন আর উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে এই ফোন আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে। আমরা অপেক্ষায় আছি আপনাদের অভিজ্ঞতার জন্য।”

এছাড়াও, ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র‍্যান্ড ম্যানেজার জনাব তানজীব আহমেদ বলেন, “গ্রাহকদের চাহিদা ও লাইফস্টাইলকে কেন্দ্র করে আমরা সবসময় নতুন কিছু আনার চেষ্টা করি। ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে আমরা এনেছি ভিভো ভি৬০ লাইট, যা ক্যামেরা, ডিজাইন ও পারফরম্যান্সে গ্রাহকদের একটি অসাধারণ অভিজ্ঞতা দেবে বলে আমরা বিশ্বাস করি।”

 ৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে ফোনটি।  ফাইভজি ও ফোরজি দুই সংস্করণে পাওয়া যাচ্ছে ভিভো ভি৬০ লাইট। ১২ জিবি র‌্যামের ফাইভজি ভ্যারিয়েন্টের মূল্য ৪৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‌্যামের ফোরজি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৯৯৯ টাকা। সাথে থাকছে ২৫৬ জিবি রম। আর ফোনটি কিনলে থাকছে ২,৫০০ টাকার সমমূল্যের গিফট প্যাক জেতার সুযোগ।