News update
  • Eid-ul-Fitr in Saudi Arabia today (Sunday)     |     
  • Landmine blast near Bandarban border, Bangladeshi injured     |     
  • Most Bangladesh cities unprepared for earthquakes, says IPD     |     
  • Dhaka’s footpaths abuzz with low-income Eid shoppers      |     
  • Dr Yunus back home ending his hugely successful China visit     |     

গ্রিনল্যান্ড আমাদেরই হবে : ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-03-27, 8:55am

grinlyaandd-b85685011c272e03e57905556caa486a1743044122.jpg




ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে চলমান আলোচনা–সমালোচনার মধ্যেই দ্বীপদেশটির ওপর তার দাবি আরও জোরদার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘গ্রিনল্যান্ড আমাদেরই হবে। যুক্তরাষ্ট্রের ডেনিশ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া উচিত।’

এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পডকাস্টার ভিন্স কোগলিয়ানিজকে বলেছেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তা এবং সুরক্ষার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। আমাদের এটি থাকা উচিত। যদিও আমি এভাবে বলতে ঘৃণা করি, তবে আমাদের এটি থাকা উচিত।’

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স আগামী শুক্রবার (২৮ মার্চ) তার স্ত্রী উষা ভান্সকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস সফর করবেন।

চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় বসার পর থেকে ট্রাম্প জোর দিয়ে বলেছেন তিনি জাতীয় নিরাপত্তার উদ্দেশে গ্রিনল্যান্ড দখল করতে চান। এটি করার জন্য যদি শক্তি প্রয়োগ করা লাগে তাহলে তিনি সেটি করবেন।

এদিকে বিনা আমন্ত্রণে মার্কিন প্রতিনিধিদলের আর্কটিক দ্বীপ পরিদর্শনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী মুট এগেডে।

ডেনমার্কের থেকে স্বাধীনতা চাওয়া এ স্বশাসিত অঞ্চলটিতে বিশাল অব্যবহৃত খনিজ ও তেলের মজুদ রয়েছে। যদিও দেশটিতে তেল ও ইউরেনিয়াম অনুসন্ধান নিষিদ্ধ আছে।

গ্রিনল্যান্ডের বেশির ভাগ ভূখণ্ড আর্কটিক অঞ্চলে পড়েছে। এটা এমন একটি অঞ্চল, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো বিশ্ব শক্তিগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। মূলত আর্কটিকের অনুত্তোলিত প্রাকৃতিক সম্পদ ও করিডর ব্যবহারের জন্য তাদের এমন আগ্রহ সৃষ্টি হয়েছে। এনটিভি।