News update
  • Eid Journey: No Traffic Jam on Dhaka-Chattogram Highway     |     
  • Myanmar quake toll passes 1,000 as rescuers dig for survivors     |     
  • 47m health workers, advocates for cleaner air to curb deaths     |     
  • Bangladesh Seeks 50-Year Water Management Plan from China     |     
  • Khaleda to Celebrate Eid with Family in London After 6-yr     |     

ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-03-25, 4:43pm

9f1c1ac8eb35d9abc94c4d2b20524ed7e6588624cbc1f909-672dd52940f32fdc01850c049dcaa7e01742899428.jpg




ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ভুবনে।

সন্‌জীদা খাতুনের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন ছেলে পার্থ তানভীর নভেদ।  সময়