News update
  • Eid-ul-Fitr in Saudi Arabia today (Sunday)     |     
  • Landmine blast near Bandarban border, Bangladeshi injured     |     
  • Most Bangladesh cities unprepared for earthquakes, says IPD     |     
  • Dhaka’s footpaths abuzz with low-income Eid shoppers      |     
  • Dr Yunus back home ending his hugely successful China visit     |     

শতাধিক গাড়ি নিয়ে সারজিসের ‘শোডাউন’, অর্থায়নের ব্যাখ্যা চাইলেন তাসনিম জারা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-25, 8:30pm

t4454352-0b08dc789ef9c4f216525710706e17db1742913029.jpg




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গতকাল সোমবার (২৪ মার্চ) শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ এলাকা পঞ্চগড়ে যান। এমন শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।বৃহস্পতিবার (২৫ মার্চ) এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভ্যারিফায়েড আইডিতে সারজিসের উদ্দেশ্যে খোলা চিঠি পোস্ট করেছেন দলটির আরেক নেতা সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা।ডা. তাসনিম জারার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো—‘প্রিয় সারজিস,আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।’ তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিলো এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো—এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।’খোলা চিঠির শেষে তাসনিম জারা লেখেন, ‘শুভেচ্ছান্তে, জারা আপু’ এনটিভি