
কলোম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ১৫ আরোহীর কেউই বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করেছে কলোম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে দেশটির পার্লামেন্ট সদস্যসহ দুই ক্রু ও এক নির্বাচনি প্রার্থী রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইটটি। অবতরণের আগমুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। খোঁজ মেলে ধ্বংসাবশেষেরও।
উল্লেখ্য, কুকুটা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।