
বিয়ের পর নিজের নামের সঙ্গে স্বামী, সংগীতশিল্পী তাহসান রহমান খানের ‘খান’ পদবী যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। তবে বছর না ঘুরতেই তাদের সম্পর্কে ওঠে বিচ্ছেদের সুর। আর বিচ্ছেদ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ‘খান’ পদবী মুছে ফেলেছেন রোজা।
শুধু পদবী নয়, সোশ্যাল হ্যান্ডেল থেকে তাহসানের সঙ্গে বিবাহিত জীবনের সুন্দর মুহূর্তগুলোও মুছে ফেলেছেন রোজা আহমেদ।
এতোদিন দুজনের পথ আলাদা হলেও সামাজিক মাধ্যমে তাহসানের সঙ্গে তোলা স্মৃতিময় ছবিগুলো সেভাবেই রেখে দিয়েছিলেন রোজা। ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন, হয়তো রোজার দিক থেকে এখনও সম্পর্ক বজায় রাখার ইচ্ছে রয়েছে।
তবে ভক্তদের সে আশার আলো নিভিয়ে দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবী মুছে ফেলেছেন। সরিয়ে ফেলেছেন তাহসানের সঙ্গে তোলা সব ছবি।
এদিকে তাহসান-রোজার বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। তুমুল প্রেমের পর বিয়ে, অতঃপর এত দ্রুত সম্পর্কের সমাপ্তি কীভাবে সম্ভব, তা নিয়ে কৌতূহলী ভক্ত ও শুভানুধ্যায়ীরাও।
ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সময়টা তুলনামূলকভাবে কম হওয়ার কারণেই সম্পর্কে ইতি ঘটেছে তাহসান-রোজার। বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় বেশ কিছু পার্থক্যও বিচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছিল।
শোনা যাচ্ছে, তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। সে কারণে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেয়া, সামাজিক মাধ্যম নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে, তাহসানের সঙ্গে বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বাড়তে শুরু করে। নতুন এই পরিবর্তনকে বেশ উপভোগ করছিলেন রোজা। তাই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারাই ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে তোলে এ জুটির।