
হাফসেঞ্চুরি উদযাপন করছেন শারমিন আক্তার সুপ্তা। ছবি : বিসিবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রায় এক বছর পর এই সংস্করণে খেলতে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং আর নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।
আজ রোববার (১৭ জানুয়ারি) নেপালের মুলপানিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পেরেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। বাংলাদেশ জয় পেয়েছে ২১ রানে।
বাংলাদেশের বড় সংগ্রহের মূল কারিগর শারমিন আক্তার সুপ্তা। ৩৯ বলে ৬৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। ৮ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার প্রথম ফিফটি।
রান তাড়ায় নেমে শুরুটা মন্দ ছিল না যুক্তরাষ্ট্রের। উদ্বোধনী জুটিতে তারা ৪২ রান যোগ করে। সেই জুটি ভাঙেন লেগ স্পিনার রাবেয়া খান। এরপর অভিজ্ঞ রিতু মনি এবং স্পিনার নাহিদা আক্তারের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটাররা।
রিতু মনি মাত্র দুই ওভারের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেন। এরপর শুরু হয় নাহিদা আক্তারের স্পিন ভেলকি। বাঁহাতি এই স্পিনার এক ওভারেই ৩ উইকেটসহ মোট ৪ উইকেট শিকার করে যুক্তরাষ্ট্রের জয়ের আশা শেষ করে দেন।
যুক্তরাষ্ট্রের হয়ে রিতু সিং ১৩ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস খেললেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৮ বলে ১৭ রান করে ঝড়ো শুরু এনে দেন দিলারা আক্তার। এরপর দ্রুতই বিদায় নেন অভিষিক্ত জুয়ায়রিয়া ফেরদৌস (১৭) ও অধিনায়ক নিগার সুলতানা (২)।
চতুর্থ উইকেট জুটিতে সেই চাপ সামলে প্রতিরোধ গড়েন শারমিন ও সোবহানা মোস্তারি। তাদের ৬৩ রানের জুটি বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেয়। সোবহানা ৩২ রান করে ফিরলেও শেষদিকে স্বর্ণা আক্তারের ১৬ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।