
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডের নতুন এক হাওয়া বইছে। বিশেষ করে ২০১৬ সালের স্মৃতিতে ফিরে যাচ্ছেন তারকারা। জনপ্রিয় শিল্পীরা তাদের পুরোনো ছবি, ভিডিও এবং ব্যক্তিগত স্মৃতি শেয়ার করছেন, যা নেটিজেনদের মধ্যে নস্টালজিয়ার ঝড় তুলে দিয়েছে।
এই নতুন ট্রেন্ডে অংশ নিয়েছেন ঢালিউড, বলিউড, হলিউডসহ বেশ কিছু জনপ্রিয় তারকা। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, আশনা হাবিব ভাবনা, কুসুম শিকদার, উপস্থাপক ও নৃত্যশিল্পী মিম চৌধুরী, বলিউড তারকা দিয়া মির্জা, বিপাশা বসু ও শ্রেয়া গুপ্তা।
মেহজাবীন চৌধুরী তার স্বামী আদনান আল রাজীবের সাথে তোলা পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন, ২০১৬ সালে দেখতে এমন ছিল।
আশনা হাবিব ভাবনা তার একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, ২০১৬ সালে দেখতে এমন ছিল। বেবি ভাবনা।
কুসুম শিকদার তার 'শঙ্খচিল' ছবির পোস্টার, সংবাদ সম্মেলনের ছবি শেয়ার করে লিখেছেন, আমার ২০১৬ সালের অনেকটা সময় জুড়েই ছিল ‘শঙ্খচিল’।
এছাড়া, উপস্থাপক ও নৃত্যশিল্পী মিম চৌধুরী তার এক দীর্ঘ পোস্টে ২০১৬ সালের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ২০১৬ সালটি ছিল সবকিছুর এক অদ্ভুত সংমিশ্রণ। আমার জন্য এই বছরটি ছিল নিজের পূর্ণ সক্ষমতা যাচাই করার এক কঠিন পরীক্ষা। একদিকে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলা শুরু, অন্যদিকে কাজের জন্য সম্মাননা ও স্বীকৃতি পাওয়া।
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা তার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আর. মাধবনের সাথে একগুচ্ছ রোমান্টিক ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, এই ছিল ২০১৬ সাল। ২০২৬ সালের ১৯শে অক্টোবর, ২৫ বছরে পা দেবে। এটি এমন এক উপহার যা বারবার আনন্দ দেয় মাধবন।
অন্যদিকে, বিপাশা বসু তার স্বামী করণ সিংহ গ্রোভারের সঙ্গে ২০১৬ সালের স্মৃতি শেয়ার করেছেন। তাদের ছবি পোস্ট করে বিপাশা লিখেছেন, এই ছিল ২০১৬।