News update
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • Legendary Mushfiqur creates history, hitting a ton in his 100th Test     |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     

ক্যানসার প্রতিরোধে করবে খালি পেটে ঘরোয়া এই ৪ পানীয়

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-11-20, 9:06am

7cc050af39ca5e1c5db93487534d9c402c074e49f795ec28-a8ce29b271960d23ed3f30b83ae9a1c01763607974.jpg




কিছু খাবার কিংবা পানীয় নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভালো থাকে এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

দেখে নিন এই পানীয় খেলে ক্যানসার প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করবে-

১. লেবু–গরম পানি: লেবুতে ভিটামিন– সি ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে।

২. গ্রিন টি: ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে। যা অনেক ধরনের ক্যানসার-সৃষ্টিকারী ফ্রি র‍্যাডিক্যাল কমায়। সকালে এক কাপ গ্রিন টি উপকারী।

৩. হলুদ মিশ্রিত পানি: হলুদের কারকিউমিন ক্যানসার-প্রতিরোধী গুণের জন্য গবেষণায় আলোচিত। এটি প্রদাহ কমায়। প্রতিদিন সামান্য হলুদ গরম পানিতে খাওয়া যেতে পারে।

৪. আদা পানি: এটি প্রদাহ কমায়। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ যা হজম ভালো রাখে।