News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

থামছেই না করোনায় মৃত্যু, নতুন আক্রান্ত ১৯ জন

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-06-23, 11:33pm

e7a8d28e3854ac80b33cd3cb7526145fabcc62da40566f56-d9d62a2fc663c265a08488316d73ee341750700008.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৯ জন।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ।

নতুন করে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। আর নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।