
জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে এ কথা জানান তিনি।
জামায়াত আমির লিখেন, ‘পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে— এটি ব্যালটের যুদ্ধ নয় বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।’
তিনি আরও লিখেন, ‘প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে। তবে সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো— জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।’
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই জোরদার হবে বলেও জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’
এর আগে বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সমর্থকদের সঙ্গে বিএনপির হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তালেব মন্ডলের গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।