News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে আইজেএ-র দুই দিনের কর্মসূচি ঘোষণা

রাজনীতি 2025-04-09, 1:17pm




ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

বুধবার (০৯ এপ্রিল) গণমাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের নিরব ভূমিকায় মুসলিম উম্মাহ ব্যথিত ও ক্ষুব্ধ। মুসলমানদের হত্যা করা হলে কোন মানবাধিকার থাকে না! বিশ্ব মোড়লেরা মুসলমানদের মানুষই মনে করে না। তাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহ গর্জে উঠলে কেউ রক্ষা পাবে না।

ইসরায়েলকে ছিন্নভিন্ন করতে না পারা ইসলামী রাষ্ট্র নেতাদের ব্যর্থতা উল্লেখ করে আরও বলা হয়, ২ শত কোটি মুসলিম উম্মাহর নেতৃত্বে যারা রয়েছে ইহুদিদের প্রতি তাদের আনুগত্যশীলতা প্রকাশ পাচ্ছে। বিজাতী, বিধর্মীদের প্রতি নতজানু নীতি পরিহার করে ইসলামী আদর্শে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে ইসলামী রাষ্ট্র প্রধান এবং ওআইসি’র প্রতি আহ্বান জানানো হয়।

নেতৃদ্বয় আরও বলেন, মানবতাবিরোধী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। নেতানিয়াহুর নিদের্শে ফিলিস্তিনের যত বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে জাতিসংঘ চুপ করে বসে রয়েছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃত ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

দেশব্যাপী কর্মসূচি ১০ এপ্রিল'২৫ বৃহস্পতিবার সকল থানা ও ইউনিয়নে গণমিছিল ও বাংলাদেশসহ ফিলিস্তিনের পতাকা উত্তোলন।

১১ এপ্রিল'২৫ শুক্রবার, বাদ জুমআ ঢাকাসহ প্রত্যেক জেলা/মহানগরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও বাংলাদেশসহ ফিলিস্তিনের পতাকা উত্তোলন।