News update
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     

দেশের ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে : নজরুল ইসলাম খান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-18, 10:07pm

resize-350x230x0x0-image-212581-1676728561-70534cddb5ef01ae57761a02b24625aa1676736420.jpg




দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের শতকরা ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছে। মানুষ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় পদযাত্রা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নজরুল ইসলাম খান বলেন, যার প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ায় শতকরা ১৫ ভাগ ভোটও পড়েনি। আওয়ামী লীগ মুখে শুধু গণতন্ত্রের কথা বলে বাস্তবে তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। দেশে নতুন দরিদ্রের সংখ্যা প্রায় চার কোটিতে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অতিষ্ঠ। দেশের মানুষ দুবেলা পেট ভরে খেতে পারে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিছবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সালেহ আহমদ খছরু প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।