News update
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     

বিশ্বায়ন মোকাবেলায় মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা অনুশীলনও অপরিহার্য -মুসলিম লীগ

ঐতিহ্য 2023-02-18, 10:10pm

bangladesh-muslim-league-organised-a-discussion-and-doa-mahfil-on-the-ingternational-mother-language-day-on-saturday-51f5f4682833d532e0c877f0b5baca741676736634.jpg

Bangladesh Muslim League organised a discussion and Doa Mahfil on the Ingternational Mother Language Day on Saturday.



আল্লাহ বিভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন বর্ণমালা ও ভাষা সৃষ্টি করেছেন। প্রত্যেক জাতির কাছেই তার মাতৃভাষা সন্মানের ও মর্যাদার প্রতীক। আরবি-ফারসি-ইংরেজি সহ অন্যান্য ভাষার শব্দ সম্ভারে আমাদের মাতৃভাষা সমৃদ্ধ হয়েছে। এভাবে প্রত্যেক জাতির মাতৃভাষাই সমৃদ্ধ হয়েছে বিভিন্ন ভাষার আদান-প্রদানের মাধ্যমে।

নতুন প্রজন্মকে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থেকে অন্য জাতির মাতৃভাষাও অনুশীলন করতে হবে, নাহয় আমরা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বরাবরই পিছিয়ে থাকব। আজ বেলা ১১.০০টায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।

দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, ও এ্যাড. আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডা. হাজেরা বেগম, কেন্দ্রীয় নেতা শেখ এ সবুর, এ্যাড. হাবিবুর রহমান এ্যাড. আবু সাঈদ মোল্লা, আব্দুল খালেক, এ্যাড. আজিম পাইক, খোন্দকার জিয়াউদ্দিন আলেয়া বেগম আলো, মাহবুবা আক্তার, মোঃ মামুনুর রশীদ, মোঃ নুরেআলম প্রমুখ। 

নেতৃবৃন্দ আরও বলেন বাংলা ভাষার বিরুদ্ধে স্যাটেলাইট ব্যবহার করেও ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন শিশুতোষ কার্টুন, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, এ্যানিমেলস সহ আরও কিছু চ্যানেল শিশু-কিশোরদের কাছে ব্যাপক জনপ্রিয়। এ সকল চ্যানেলের বাংলা সংস্করণ থাকা সত্ত্বেও অনেক চ্যানেলেই হিন্দি ডাবিং সংস্করণ বাংলাদেশে প্রচার করার মাধ্যমে আমাদের শিশুদের মন থেকে মায়ের ভাষা কেড়ে নেয়ার কৌশলী চেষ্টা করা হচ্ছে। ভাষা শহীদদের সম্মানার্থে ও মায়ের ভাষার অস্তিত্বের প্রতি ষড়যন্ত্র রুখতে এ বিষয়ে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াবের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ। সভা শেষে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী মহান শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক - কাজী এ. এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০