News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

কলাপাড়ায় সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

মৎস 2025-08-10, 12:14am

exchange-of-opinion-on-protection-of-marine-fishery-held-in-kalapara-on-saturday-9-aug-2025-dc20b50eed116745fc997fa6baa504681754763243.jpg

Exchange of opinion on protection of marine fishery held in Kalapara on Saturday 9 Aug 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ট্রলিংবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে উপজেলার মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য  অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপ-পরিচারক (উপসচিব) জুয়েল রানা,জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রমূখ।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ  ট্রলিং বোট  বন্ধ করতে হবে। তা না হলে  মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। বেকার হয়ে যাবে হাজার হাজার জেলে পরিবার। কোটি কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।

অনুষ্ঠানে সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে,মৎস্যজিবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ