News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

৮ মাসে পুলিশের ওপর তিন শতাধিক হামলা, 'মব' নিয়ে উদ্বেগ

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2025-04-09, 8:22am

retretert-a23595b4e384ec420d65cb01560b43bc1744165342.jpg




অভিযানে গিয়ে নিয়মিত হামলার শিকার হচ্ছে পুলিশ। গত ৮ মাসে সারা দেশে মব তৈরি করে পুলিশের ওপর তিনশর বেশি হামলা হয়েছে। সাবেক পুলিশ প্রধান ও বিশ্লেষকরা বলছেন, পুলিশকে ঠিক মতো দায়িত্ব পালন করতে না দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে বাধ্য। পুলিশ সদর দফতর জানিয়েছে, মব তৈরি করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া আছে।

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে উদ্ধারে যায় পুলিশ। আসামি নিয়ে ফেরার পথে পুলিশের গাড়ি আটকে হামলা করে বিক্ষুব্ধরা। ছিনিয়ে নেয় আসামিকে। বাধা দিলে বেধড়ক পেটানো হয় থানার ওসি, ইন্সপেক্টরসহ ১০ জনকে।

ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, সেদিন আসামিকে বাঁচাতে গিয়ে নিজেরাও আহত হয়েছি। পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়ে গেছে।

গত ২৫ ফেব্রুয়ারি কারওয়ান বাজারের মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে তেজগাঁও থানার টহল দল। আসামিকে গাড়িতে তুলতে গেলে তিন পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ১৫-২০ জনের মব। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, আসামিকে গ্রেফতার করার পর কিছু মানুষ দুঃসাহস দেখিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যাবে এটি চিন্তার বাইরে ছিল।

শুধু এই দুই ঘটনাই নয়, পুলিশ সদর দফতরের তথ্য বলছে, প্রায় দিনই হামলার শিকার হচ্ছে পুলিশ। গত ৮ মাসে পুলিশের ওপর আক্রমণ হয়েছে তিনশর বেশি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব হামলাও বড় কারণ বলে মনে করেন আইন ও অপরাধ বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, একটি দেশের প্রধান বিষয় হচ্ছে আইন-শৃঙ্খলা। দেশে এটি রক্ষা করছে পুলিশ। তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি ঠিক না করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন।

পুলিশের কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ সাবেক সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদার। তিনি বলেন, এ বিষয়ে বর্তমান সরকারের কাছ থেকে কড়া বার্তা থাকতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেয়া চলবে না।

পুলিশ সদর দফতর বলছে, মব তৈরি করে হামলাকারীদের আর কোনো ছাড় দেয়া হবে না। পুলিশ সদর দফতরের এআইজি ইনামুল হক সাগর বলেন, ভবিষ্যতে দায়িত্ব পালনে পুলিশকে বাধা দেয়া হলে, যথাযথ আইন মেনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জনগণেরও সহযোগিতা চেয়েছে পুলিশ সদর দফতর।