News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

বাংলাদেশে অর্থনৈতিক অংশীদারিত্বে আগ্রহী মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2025-04-09, 8:24am

4r3243242-0621f35f1481ae93f9d30952700403611744165495.jpg




বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ সামিটে অংশ নিতে আসা শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলোর এক প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে মেটা, ভিসা, শেভরন, উবার, মেট লাইফ, মাস্টার কার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এই প্রতিনিধিদলে দেশটির সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ওপর আলোকপাত করা হয়েছে।

পিটার হাস বলেন, ‘মার্কিন কোম্পানিগুলোর বাংলাদেশের প্রবৃদ্ধির গল্পের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে। যা স্থিতিস্থাপকতা, উদ্যোক্তা এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির উপর ভিত্তি করে তৈরি।'

মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্যে অশুল্ক বাধা দূর করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সামনে এগিয়ে যাওয়ার কর্মপদ্ধতিকে স্বাগত জানান।

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে সহায়তার আশ্বাস দেন।

এদিকের সম্প্রতি শুল্ক ইস্যুতে, মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি তাই তারা আশা করেন শুল্কো ইসুতে, আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে।