News update
  • Dhaka’s air again turns ‘unhealthy’ Thursday morning     |     
  • SC reinstates caretaker govt system in BD Constitution     |     
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     

শুক্রবার সকাল পর্যন্ত যে কারণে গ্যাসের চাপ কম থাকবে

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2025-11-20, 12:53pm

43r5twer4324-841a39dd351cf22d942c645c7f3f1d361763621588.jpg




এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস-অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।