News update
  • Western Support for Israel Faces Growing Strains     |     
  • Nepal lifts social media ban after 19 killed in protests     |     
  • DU VC vows maximum transparency in Tuesday's DUCSU elections     |     
  • UN Pledges Support After Deadly Nepal Protests     |     
  • 19 dead in Nepal as Gen Z protests at graft, social media ban     |     

ওসাকায় ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করার একটি মহড়া চালিয়েছে জাপানের বিমান আত্মরক্ষা বাহিনী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-20, 8:10am




জাপানের বিমান আত্মরক্ষা বাহিনী এএসডিএফ ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত-কারী ভূমি-ভিত্তিক প্যাক-৩ মোতায়েনের জন্য পশ্চিমাঞ্চলের শহর ওসাকাতে একটি মহড়া পরিচালনা করেছে।

বৃহস্পতিবার মাইশিমা সমুদ্র তীরবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার এই মহড়া চালানো হয়।

মধ্য জাপানের মিয়ে জেলার একটি ঘাঁটি থেকে ছয়টি বড় আকারের যান এসে পৌঁছায়। প্যাক-৩ ব্যবস্থার জন্য রাডার এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপণ মঞ্চ এগুলো বহন করছিল।

এএসডিএফ সদস্যরা উৎক্ষেপণ মঞ্চগুলোকে প্রস্তুত করে তোলার জন্য বিভিন্ন প্রক্রিয়া পরীক্ষা করে দেখেন এবং রাডার ও এন্টেনা সমন্বয় করে নেন। এই কাজে প্রায় ২০ মিনিট সময় লাগে।

ইজিস ডেস্ট্রয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হলে সেগুলোকে বাধাগ্রস্ত করার জন্য প্যাক-৩ ব্যবস্থা তৈরি করা হয়েছে।

ওসাকার কাছে শিগা এবং মিয়ে জেলার ঘাঁটিগুলোতে প্যাক-৩ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

এগুলোর পাল্লা মাত্র কয়েক কিলোমিটার হওয়ার কারণে মুখ্য স্থাপনাগুলোর কাছে বা ক্ষেপণাস্ত্র যেখানে ফেলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেইসব স্থানে এগুলোকে অবশ্যই আগে থেকে প্রস্তুত রাখতে হয়। এএসডিএফ কর্মকর্তারা বলছেন যে দেশ জুড়ে বিভিন্ন স্থানে তারা মোতায়েন মহড়া পরিচালনা করছেন।

চলতি বছর উত্তর কোরিয়া উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় বৃহস্পতিবারের এই মহড়ার আয়োজন করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সতর্ক করে দিয়ে বলেছেন যে চলতি সপ্তাহান্তে প্রেসিডেন্ট জো বাইডেনের দক্ষিণ কোরিয়া এবং জাপানে সফরের সাথে সমন্বয় করে পিয়ংইয়াং সম্ভবত দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।