উত্তর কোরিয়া এক দিনে ২ লাখ ৬০ হাজারের বেশি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর দিয়েছে।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র রোদং শিনমুন, বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ৬২ হাজার নতুন জ্বরের ঘটনা এবং একটি মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানায়।
উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার প্রথমবারের মত করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে জানানোর পর থেকে দৈনিক ভিত্তিতে ২ থেকে ৩ লাখ জ্বরের ঘটনা নিশ্চিত করে আসছে।
এপ্রিল মাসের শেষ দিক থেকে শুরু করে প্রায় ২০ লক্ষ লোকের জ্বরের উপসর্গ ছিল বলে জানানো হয় এবং ৬৩টি মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে অসুস্থ লোকজনকে পৃথক করে রাখার জন্য দেশ জুড়ে হাসপাতাল ওয়ার্ড নির্মাণ করা হলেও বেশিরভাগ লোকজন বাড়িতে নিজেদের বিচ্ছিন্ন করে রাখছেন বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে যে জীবাণু-নাশকের উৎপাদন ত্বরান্বিত করে তুলতে কয়েক হাজার টন লবণ রাজধানী পিয়ংইয়াংয়ে জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। তবে দেশের দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং টিকার অভাবের কারণে আরও বেশি সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়বেন বলে আশংকা করা হচ্ছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।