হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউচি শরৎকালে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়ে বলেছেন করোনাভাইরাসের বিরুদ্ধে আরও একটি বুস্টার টিকার প্রয়োজন হবে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস উপদেষ্টার দায়িত্ব ফাউচি পালন করেছেন এবং বর্তমানে তিনি হলেন বাইডেন প্রশাসনের প্রধান চিকিৎসা উপদেষ্টা।
বুধবার এনএইচকে’কে দেয়া এক সাক্ষাৎকারে ফাউচি বলেছেন, “প্রায় বছর দেড়েক আগে আমি দেশ এবং প্রশাসনকে সতর্ক করে দিয়েছিলাম যে দুই লক্ষ পর্যন্ত মৃত্যু আমাদের দেখতে হতে পারে।”
তিনি বলেন “খুব বেশি সতর্কবাদী হওয়া এবং বেশি করে বলার জন্য আমার সমালোচনা আসলে করা হয়, এবং এখন দেখা যাচ্ছে আমি বাড়িয়ে বলিনি, বরং মৃত্যুর সংখ্যা হল আমি যা বলেছি তার চাইতে পাঁচ গুণ বেশি।”
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দেশে দশ লক্ষের মত মর্মান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ার কারণ হিসাবে যে দুটি উপাদানের উল্লেখ ফাউচি করেন তা হল, যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সেবা লাভে বৈষম্য এবং টিকা নেয়ার বেলায় মানুষের মধ্যে উৎসাহের ঘাটতি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু দশ লক্ষে পৌঁছে গেছে।
যুক্তরাষ্ট্র ও জাপানে মহামারি-সম্পর্কিত মৃত্যুর হার তুলনা করে ফাউচি বলেছেন, এশিয়ার দেশগুলোতে অনেক বেশি সমতামূলক স্বাস্থ্য সেবা লাভের সুযোগ রয়েছে, টিকা নেয়া লোকজনের হার অনেক বেশি এবং মানুষ সেখানে মাস্ক পরছেন ও বদ্ধ জায়গায় ভিড় না করায় সরকারের দেয়া উপদেশ মেনে চলছেন। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।