News update
  • Bangladesh Economy Shows Signs of Recovery Amid Challenges     |     
  • Bangladeshi Women Student July Protest Leaders to be honoured at Women of Courage Award ceremony     |     
  • 'Eid of sadness': Gazans pass with scarce food, razing war     |     
  • 5 Eid congregations planned at Baitul Mukarram Mosque     |     
  • Heat wave may sweep Bangladesh on Eid Day Monday     |     

নয়াপল্টনে উত্তাল পরিস্থিতি, সতর্ক অবস্থানে পুলিশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-25, 3:46pm

ef3e2862305ef1b65d9b7cc0f473e84b8a357aab245768a2-6d60bf7ef21bd9db83cae45f77ff6a8e1742895991.jpg




বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদফতর অবরোধ করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালান শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নয়াপল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনজেডএফ গার্মেন্টসের কয়েকশো শ্রমিক দুপুর পৌনে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদফতর ভবন ঘেরাও করেন। কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে পুলিশ প্রথমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। 

জানা যায়, পরে আবার শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ। সময়।