
দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা অনেকদিন ধরেই ব্রাত্য। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর কোথাও নেই সাকিব আল হাসান। তিনি চেয়েছিলেন বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে, দেশের মাটিতে দলের প্রতিনিধিত্ব করতে। এতদিন সেসব না হলেও সাকিবকে আবারও ফেরানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যদি সাকিব আল হাসানের এভেইলেবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসেবেলেটি, সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।
আমজাদ যোগ করেন, সাকিবের সঙ্গে আলাপ–আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না? দুইটার জন্য অ্যাভেইলেবল আছেন কি না? তিনি বলেছেন, আছেন। তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি হয়তো জেনেবুঝেই সিদ্ধান্ত দিয়েছেন।
বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে তাকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা।
টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও দেশের হয়ে খেলা হয়ে উঠছে না সাকিবের।