
Housing App.
ঢাকা, ১ ডিসেম্বর): গণপূর্ত অধিদপ্তরের ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ ডিজিটালভাবে গ্রহণ ও নিষ্পত্তির জন্য তৈরি PWD-CMS (Complaint Management System) সফটওয়্যারের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সফটওয়্যারটির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, PWD-CMS সফটওয়্যার চালুর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ কাজ আরো মানসম্মত হবে।
গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম সফটওয়্যারটিকে গণপূর্ত অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের সরকারি ভবন রক্ষণাবেক্ষণ সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
PWD-CMS সফটওয়্যারটির মাধ্যমে সরকারি ভবন ব্যবহারকারীরা সহজেই অনলাইনে অভিযোগ দাখিল, নথিভুক্তকরণ, সংযুক্তি আপলোড এবং মেরামত কাজের অগ্রগতি সরাসরি ট্র্যাক করতে পারবেন। ফলে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরো দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।
উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, রাজউক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মৎ ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন। - তথ্যবিবরণী নম্বর: ১৭৬৫