News update
  • Quilt makers race against time as severe cold grips Lalmonirhat     |     
  • Dhaka's air quality turns ‘very unhealthy’ on Monday     |     
  • Rohingya Pin Hopes on UN Genocide Hearing for Justice     |     
  • Trump Says Open to Meeting Venezuela’s Interim Leader     |     
  • Fourth Palestinian baby freezes to death in Gaza amid winter crisis     |     

ফের পেছাল ব্রাকসু নির্বাচন

গ্রীণওয়াচ ডেস্ক ইউনিয়ন 2026-01-12, 8:35am

5tretreter-7305843e80e40ec4b978bc772a67985d1768185312.jpg




বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে অনুষ্ঠিত দীর্ঘ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হয়ে প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই আলোচনা সভা রাত ৯টার দিকে শেষ হয়।

বারবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনী তফসিল পরিবর্তন এবং নির্বাচন কমিশনকে ঘিরে সৃষ্ট নানাবিধ জটিলতার পরিপ্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, নির্বাচন কমিশনারবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষ।

সভায় নির্বাচনী কার্যক্রম সচল রাখার স্বার্থে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ ছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিককে নির্বাচন কমিশনে যুক্ত করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সিন্ডিকেট সভা ছাড়া নতুন কাউকে কমিশনে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকায় আপাতত এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, আগামীকালই নির্বাচন কমিশনাররা বসে ভোটার তালিকার আপত্তিগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। ২৫ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুনভাবে নির্বাচনী তফসিল পুনর্গঠন করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ঘোষিত তফসিল অনুযায়ী চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় তফসিল ঘোষণার পরও সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।