
ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে গেলে গাউট, কিডনি স্টোনসহ নানা সমস্যা দেখা দিতে পারে। কিছু নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে এই ঝুঁকি তুলনামূলক বেশি থাকে।
দেখে নিন ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি যাদের বেশি-
১. যারা বেশি প্রোটিন ও পিউরিনযুক্ত খাবার খান: লাল মাংস, কলিজা, গিলা, শুঁটকি, কিছু সামুদ্রিক মাছ বেশি খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে।
২. কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি: কিডনি ঠিকমতো কাজ না করলে ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হতে পারে না।
৩. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী: এসব রোগ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে।
৪. স্থূলতা বা অতিরিক্ত ওজন যাদের: ওজন বেশি হলে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি ও জমার প্রবণতা বাড়ে।
৫. যারা নিয়মিত অ্যালকোহল পান করেন: বিশেষ করে বিয়ার ইউরিক অ্যাসিড দ্রুত বাড়ায়।
৬. যাদের পারিবারিক ইতিহাস আছে: পরিবারে গাউট বা ইউরিক অ্যাসিড বেশি থাকার ইতিহাস থাকলে ঝুঁকি বেশি।
৭. যারা কম পানি পান করেন: শরীরে পানিশূন্যতা হলে ইউরিক অ্যাসিড জমে যেতে পারে।
দেখে নিন সতর্কতা-
১. জয়েন্টে হঠাৎ ব্যথা, ফোলা, লালচে ভাব বা প্রস্রাবে সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।