News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

ক্রিকেটার সাকিবের ‘গোপন সিনেমা’র কথা ফাঁস করলেন নির্মাতা!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-28, 6:29am

156d0fab0df2eff427d637d1f708a3d3d9aa2789f228638a-f336f231fa5e1e481fd5359991cd543f1751070576.jpg




বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। খেলার ক্যারিয়ারের সাফল্যে হয়েছেন বিভিন্ন নামিদামী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। কিন্তু আপনি কি জানেন, সিনেমাতেও অভিনয় করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা?

সম্প্রতি এমনই একটি তথ্য ফাঁস করেছেন নির্মাতা রাজিবুল হোসেন। তিনি জানান, সাকিব যে সিনেমায় অভিনয় করেছেন সে সিনেমার নাম ‘সবকিছু পেছনে ফেলে’। সিনেমার গল্প গড়ে উঠেছিল পাঁচ তরুণ-তরুণীকে নিয়ে। এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব।

জানা যায়, সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও ছিলেন রাজিবুল হোসেন। এ সিনেমার স্পন্সর ছিল ফুজিফিল্ম বাংলাদেশ। ওই সময় ফুজিফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব থাকায় প্রতিষ্ঠানটির ইচ্ছায় সিনেমাটিতে যুক্ত হন ক্রিকেটের এ অল রাউন্ডার।

সিনেমাটির জন্য বছরে নিজের সুবিধা মত ৮ দিন সময় দেন সাকিব। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিংও করেন। কিন্তু সিনেমায় কাজ করার বিষয়টি ওই সময় জানাজানি হলে শেষ পর্যন্ত অজানা কারণে তা অস্বীকার করেন সাকিব। তখন ফুজিফিল্ম নির্মাতাকে অনুরোধ করেন সাকিবকে ছাড়াই সিনেমাটি নির্মাণ করতে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নির্মাতা রাজিবুল হোসেন বলেন,পুরনো সে ঘটনা হঠাৎ সবাইকে আজ জানালাম, কারণ আমার কাছে মনে হয়েছে বিষয়টি সবার জানা প্রয়োজন। ওই সময় সাকিব যা করেছেন তা অনুচিত। তার জন্য আমি সিনেমাটাই বন্ধ করে দিই। এতে আমার ৬৫ লাখ টাকার ক্ষতি হয়।

রাজিবুল হোসেন আরও বলেন, সাকিবের এ মনোভাব শৈল্পিক কাজের প্রতি অসম্মান। আমি চাইলে তাকে ছাড়াই সিনেমাটি শেষ করতে পারতাম কিন্তু আমি তা করিনি। কারণ আমি বিশ্বাস করি, একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না।