News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

'দায়টা শুধু ক্রিকেটারদের না'

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তাইজুল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-28, 6:25am

a1434b1a2a79f0990f7e5fbb6e228520bdcb60efabb30da0-d938039fb6fe09964dfd5e6cb38c82861751070340.jpg




গত কয়েকদিন ধরেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন চলছে ঘটা করে। অন্যদিকে, কলম্বোতে টেস্ট ফরম্যাটে খেলতে নেমে শ্রীলঙ্কার সামনে ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় টাইগাররা। শুধু এই ম্যাচেই নয়, গত ২৫ বছরে এই ফরম্যাটে বাংলাদেশের যাত্রা খুব একটা সুখকর নয়।

প্রায় ২৫ বছর ধরে টেস্ট  ক্রিকেট খেলছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত এই ফরম্যাটে উল্লেখযোগ্য সাফল্য নেই টাইগারদের। ২৫ বছরে কেবল ২৩টি ম্যাচ জেতা বাংলাদেশ দল এখন পর্যন্ত এই ফরম্যাটে সবগুলো দলের বিপক্ষে জয়ের দেখাও পায়নি। সবমিলিয়ে এই ফরম্যাটে ২৫ বছরে খুব একটা উন্নতি হয়নি বাংলাদেশের।

কলম্বো টেস্টে ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলামকে তাই মুখোমুখি হতে হয়েছে প্রশ্নবাণে। ২৫ বছরের সামগ্রিক অবস্থার প্রসঙ্গ এলে এই ক্রিকেটার বল ঠেলেছে ক্রিকেট বোর্ড এবং অবকাঠামোর দিকে। তার মতে, দায়টা শুধুই ক্রিকেটারদের নয়।      

তাইজল বলেন, 'যখন থেকে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ৯-১০ বা এমন ছিলাম আমরা। এ বছর ৭ নম্বরে এসেছি। ২৫ বছরের চিন্তা করতে গেলে আপনারাও জানেন আমাদের ক্রিকেটের অবকাঠামো কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে। শুধু খেলোয়াড়দের যে দোষ দিবেন এটা আমি মানতে নারাজ। আসলে একটা দল যখন খারাপ করে অনেক কিছুই সেখানে যুক্ত থাকে। আমাদের ক্রিকেটাররা অনেক চেষ্টা করছে। তবে আমাদের অবকাঠামোগুলো যদি আরও ভালো হয় তাহলে হয়ত আমরা আরও ভালো অবস্থানে আসব।’

তাইজুল আরও বলেন, ‘২৫ বছরে চিন্তা করলে বিগত দিনে যে লিজেন্ড প্লেয়ারগুলো ছিল তারা অনেক কিছু দিয়েছে দলকে। পরবর্তীতে আমরা হয়ত অই জায়গায় এখনও নিয়ে আসতে পারি নাই। ৫-৬ এর দিকে আসা উচিত ছিল হয়ত, সেটা আমরা এখনও পারিনি। এই জায়গাতে আমরা একটু হয়তবা পিছিয়ে আছি।’

ক্রিকেটীয় সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে পড়ার বিষয়টি বোঝাতে শ্রীলঙ্কারই উদাহরণ টেনেছেন তাইজুল, 'আপনারা দেখছেন এখানকার কেমন সুযোগ-সুবিধা, এরা কোন ধরনের উইকেটে অনুশীলন করে। আমরাও চাই আমাদেরও এরকম সুবিধা চাই যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং প্রতিযোগিতা অনেক বাড়বে।’

কলম্বো টেস্টে বাংলাদেশ দল ভালো অবস্থানে না থাকলে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে সফল বোলার তাইজুল। তবে নিজের ভালো পারফরম্যান্সের পরেও দলের এমন অবস্থা হতাশাজনক কিনা, এই প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, 'আমার কাছে মনে হয় দেশের বাইরে এসে ভালো কিছু করলে সবারই ভালো লাগে। ক্রিকেটার হিসেবে দল ভালো করলে ভালো লাগাটাই স্বাভাবিক। আমি এটা বলতে পারি যে ভালো কিছু সবাই একসাথে করি তখন বেশি ভালো লাগে আরকি।’  

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে তাইজুল বলেন, ‘ম্যাচে আমরা ১১ জনই ব্যাটার। অবশ্যই ব্যাটিং একটু খারাপ হয়েছে। প্রথম ইনিংসে প্রত্যেকটা ব্যাটার সেট হয়ে আউট হয়েছে। আমরা যদি ২টা সেঞ্চুরি, ২টা ফিফটি করতে পারতাম, হয়তো আজকে ভালো পজিশনে থাকতে পারতাম।’