News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

পারিবারিক গল্পে মুগ্ধ করবে জাহিদ-জয়া-চঞ্চলের সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-06-01, 8:25am

66b7c084d378433962c70df29371ae8ab5532e7d76b8c4db-5962fb1a39b44ee10e2fdc1dd11b08751748744747.jpg




এবার ঈদে নতুন নতুন গল্প নির্ভর সিনেমা আসছে। একটি থেকে অন্যটি যেন বেশি প্রশংসনীয়। ঈদে একঝাঁক তারকাদের নিয়ে আসছে ‘উৎসব’ সিনেমা। এটি সম্পূর্ণ পারিবারিক বা সামাজিক সিনেমা। ‘উৎসব’ সিনেমার ট্যাগ লাইনেও ব্যবহার করা হয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ–পরিবার ছাড়া দেখা নিষেধ’।

এর মধ্যে উন্মুক্ত হয়েছে সিনেমাটির টিজার। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে যেন উৎসবের আমেজ তৈরি করেছে। টিজারে দেখা গেছে, চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং অপি করিমের মজার মজার সংলাপ।

যেখানে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি সংলাপে বলে, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়।

সব জায়গায় এই লোকটা কমন। জয়া আহসানের চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘ওর কোনো গলা আছে? ও ডায়লগ ডেলিভারি দিতে পারে?’ আর অপি করিমের চরিত্রটিকে বলতে শোনা যায়, ‘কয়েক বছর অভিনয় করেনাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি?’

এরপর টিজারের একদম শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ সংলাপটি চেনা চেনা মনে হতে পারে ‘আজ রবিবার’ নাটকের দর্শকদের।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ মুক্তি পাবে ঈদুল আজহায়। সময়।