News update
  • Gas Shortages Hit Households as Prices Soar in Dhaka     |     
  • Tarique in Chattogram for second phase of election campaign     |     
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     
  • Tarique urges people to help restart democracy, elected reps solve problems     |     
  • $1 for Nature, $30 for Its Destruction: UN Warns     |     

নির্বাচনী সফরে ব্যস্ত তারেক রহমান, চট্টগ্রাম হয়ে আজ পরবর্তী গন্তব্য যেখানে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-25, 7:50am

erterteree-4c47ff5adb5dec42939cc0300ecac3991769305817.jpg




দীর্ঘ দেড় যুগ পর দেশের মাটিতে পা রেখে এবার নির্বাচনী প্রচারণার জন্য সারা দেশ সফরে নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ২১ জানুয়ারি সিলেট দিয়ে শুরু হয় তার এ সফর। এরই অংশ হিসেবে এখন তিনি অবস্থান করছেন চট্টগ্রামে। দিনের প্রথমার্ধ দেশের বাণিজ্যিক নগরীতে কাটিয়ে এরপর তিনি ফেনী হয়ে পা রাখবেন কুমিল্লায়। এর মধ্যে দিয়ে দীর্ঘ ২১ বছর পর কুমিল্লার মাটি ছুঁতে যাচ্ছেন তারেক রহমান।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সন্ধ্যায় কুমিল্লা পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর কুমিল্লায় চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে। বিএনপি নেতারা মনে করছেন, এই সফর একদিকে যেমন দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে, অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখার পর সন্ধ্যা নাগাদ কুমিল্লা পৌঁছাবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। পরে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন তিনি।

নেতাকর্মীরা জানান, কুমিল্লায় তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এর আগে, ২০০৫ সালে তিনি কুমিল্লা সফর করেছিলেন। সে সময় জেলা স্টেডিয়ামে তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে। সফরটি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।