News update
  • Dhaka’s air again turns ‘unhealthy’ Thursday morning     |     
  • SC reinstates caretaker govt system in BD Constitution     |     
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     

নারীদের জন্য ৫ জরুরি বিষয় বাস্তবায়নের কথা ভাবছে বিএনপি: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-20, 10:05am

45rt2345324-fea991563b8eae8382aa96bae8e84ef81763611513.jpg




দেশের নারী সমাজের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপি ৫টি জরুরি বিষয় বাস্তবায়নের কথা ভাবছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা উল্লেখ করে জরুরি সেই ৫টি বিষয় তুলে ধরেছেন তিনি।  

ওই পোস্টে তারেক রহমান লিখেন, এটা অনস্বীকার্য যে ডিজিটাল জগৎ এখন আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিশ্ব মঞ্চে— প্রতিটি ক্ষেত্রকে রূপ দিচ্ছে। প্রযুক্তি যে গতিতে বিশ্ব এবং বাংলাদেশ উভয়কেই বদলে দিয়েছে, তা আমরা কেউই উপেক্ষা করতে পারি না।

তিনি লিখেন, মাঝে মাঝে আমার স্ত্রী এবং আমি চিন্তা করি, আজকের এই পৃথিবী আমাদের বেড়ে ওঠা পৃথিবী থেকে আমাদের মেয়ের জন্য কতটা আলাদা! অনেক বাবা-মা ও উদ্বিগ্ন নাগরিকের মতো আমরাও আশা এবং উদ্বেগ উভয়ই অনুভব করি। সুযোগ আগের চেয়ে অনেক বেশি, তবে হুমকিও আছে সেরকমই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন, যদি বাংলাদেশকে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের মেয়ে, মা, বোন এবং সহকর্মীরা ভয় নিয়ে বেঁচে থাকতে পারবে না। প্রতিদিন অনেক নারী কেবল কথা বলার, কাজ করার, পড়াশোনা করার বা স্বাধীনভাবে বেঁচে থাকার চেষ্টা করার জন্য হয়রানি, হুমকি-ধমকি ও সহিংসতার মুখোমুখি হন।

তিনি লিখেন, এটি সেই বাংলাদেশ নয়, যার স্বপ্ন আমরা দেখি। এটি সেই ভবিষ্যৎ নয়, যা আমাদের নারীদের প্রাপ্য। নারীদেরকে অবশ্যই নিরাপদ বোধ করতে হবে; অনলাইন এবং অফলাইন—উভয় ক্ষেত্রেই, বাড়িতে এবং জনসমক্ষে, ব্যক্তিগত জীবনে এবং পেশাগত যাত্রায়— সবক্ষেত্রে।

তারেক রহমান লিখেন, এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য বিএনপি পাঁচটি জরুরি বিষয় অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের কথা ভাবছে। এখানে এগুলো দেওয়া হল:

১. একটি জাতীয় অনলাইন নিরাপত্তা ব্যবস্থা— সাইবার বুলিং, হুমকি, ছদ্মবেশ এবং ফাঁস হওয়া তথ্যের প্রতিবেদন করার জন্য নারীদের জন্য দ্রুত ও দায়িত্বশীলতার কাজ করে এমন প্রশিক্ষিত প্রতিক্রিয়াশীলদের দ্বারা সমর্থিত একটি দ্রুত ও সহজ উপায়, সার্বক্ষণিক হটলাইন এবং একটি অনলাইন পোর্টাল। প্রধান প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এর অংশীদারিত্ব বাংলা-ভাষার সংযম উন্নত করতে পারে এবং আপত্তিজনক বিষয়বস্তু দ্রুত অপসারণ নিশ্চিত করতে পারে।

২. জনজীবনে নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল— সাংবাদিক, কর্মী, ছাত্র বা নেতা হিসেবে আক্রমণের সম্মুখীন হওয়া নারীদের জন্য স্পষ্ট জাতীয় নির্দেশিকা, দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা এবং গোপনীয় প্রতিবেদন চ্যানেল। জনজীবনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনও নারীকে চুপ করিয়ে রাখা উচিত নয়।

৩. ডিজিটাল নিরাপত্তা শিক্ষা— স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ওরিয়েন্টেশনের সময় ব্যবহারিক ডিজিটাল-নিরাপত্তা দক্ষতা শেখানো উচিত। প্রশিক্ষিত শিক্ষকরা ‘নিরাপত্তা কেন্দ্রবিন্দু’ হিসেবে কাজ করেন এবং বার্ষিক সচেতনতামূলক প্রচারণা তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল বিশ্বে পদচারণা করতে সহায়তা করে।

৪. সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে শক্তিশালী কমিউনিটি স্তরের প্রতিক্রিয়া— কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ পরিবহন রুট, উন্নত রাস্তার আলো এবং ট্রমা-সংবেদনশীল প্রতিক্রিয়াশীলরা নারীদের দৈনন্দিন জীবনকে আরও নিরাপদ এবং আরও অনুমানযোগ্য করে তুলতে পারে।

৫. নারী নেতৃত্ব এবং অংশগ্রহণের জন্য দেশব্যাপী চাপ— নেতৃত্ব প্রশিক্ষণ, পরামর্শদাতা নেটওয়ার্ক এবং স্কুল, অফিস ও কর্মক্ষেত্রে চাইল্ড কেয়ারের বর্ধিত সুযোগ মহিলাদের নেতৃত্ব দিতে, এবং সম্পূর্ণরূপে অবদান রাখতে সক্ষম করে তুলতে পারে। যখন নারীদের উত্থান ঘটে, তখন জাতিও তাদের সঙ্গে ওপরে ওঠে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন, আমাদের রাজনীতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ যাই হোক না কেন, বাংলাদেশি হিসাবে একটি সত্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারীরা নিরাপদ, সমর্থিত এবং ক্ষমতায়িত হবে। আসুন আমাদের কন্যাদের জন্য এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য সেই ভবিষ্যতকে বাস্তবে পরিণত করতে আমরা একসঙ্গে কাজ করি।

পোস্টের শেষে তারেক রহমান তার একটি পারিবারিক ছবি শেয়ার করেন, যেখানে তার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।আরটিভি