News update
  • Reflecting on Climate Week NYC 2025: Collaborating to Scale Impact     |     
  • Former AL MP BM Mozammel Haque arrested in Dhaka     |     
  • Prof Yunus expresses solidarity with Shahidul Alam and Gaza     |     
  • Tk 38-cr Rangpur women’s sports complex now grazing ground!     |     
  • 70 Dead in Gaza as Trump Urges Israel to Halt Strikes     |     

শিশির মনির রোজাকে পূজার সাথে তুলনা করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

রাজনীতি 2025-10-05, 10:48pm

islami-andolan-logo-d8dc6f46b29aa306befdcccb18c177021759682883.png

Islami Andolan logo. Wikipedia



জামায়াত নেতা শিশির মনির কর্তৃক ইসলামের অন্যতম ফরজ বিধান রোজাকে হিন্দু ধর্মের পূজার সাথে তুলনা করে শিরক করে ঈমান বিধ্বংসী কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী। তিনি বলেন, ইসলামের বিধানের সাথে অন্য কোন ধর্মের তুলনা চলে না। অপরদিকে শিশির মনির আরো বলেছেন আমরা আমাদের সন্তানের নাম রাখি মুহাম্মদ, আইয়ূব ইত্যাদি আর হিন্দুরা কৃঞ্চ, রাধা ইত্যাদি বলে চরম অপরাধ করেছেন। তার এই বক্তব্য ইসলামের বিরুদ্ধে চরম ধৃষ্টতা। হিন্দুদের পায়রবী করে কোন নামধারী ইসলামী সংগঠনের নেতা যদি মনে করেন হিন্দুদের ভোটে তিনি নির্বাচিত হবেন, তবে চরম ভুল করবেন।

আজ রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন,  ভারতের তাঁবেদারী করে জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে হিন্দুরা ভোট দিবে আর সেই ভোটে ক্ষমতায় যাবেন? মনে রাখবেন এমন মুশিরকদেরকে বাংলার মুসলমান ঈমানদার জনতা ভোট দিবে না। অবিলম্বে তাকে তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্মের বিভাজন আমরা চাই না’ এ বক্তব্য কুরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। কাজেই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন  ধর্ম তালাশ করে, তা কখনো গ্রহণযোগ্য হবে না। ইসলাম সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। তাই বলে ইসলামের সাথে অন্য কোন ধর্মকে তুলনা করা যাবে না। ডা. শফিকুর রহমান সাহেব ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দু ও ভারত তোষামোদী করছেন যা বৃহত্তর ইসলাম ধর্ম ভিম্বাসীদের মনে চরম আঘাত করেছে। -প্রেস বিজ্ঞপ্তি