Bangladesh Muslim League acting President Md. Mohsin Rashid and secretary general Kazi Abul Khair.
বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মহসীন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, পোপ ফ্রান্সিস ছিলেন শান্তি, করুণা এবং ন্যায়বিচারের বিশ্ব বাতিঘর। নিপীড়িতদের প্রতি তাঁর অটল সমর্থন, বিশেষ করে ফিলিস্তিনবাসীর স্বার্থের প্রতি তাঁর দৃঢ় সমর্থন, বিশ্বব্যাপী বিবেকবান মানুষের মনে গভীরভাবে অনুরণিত হয়েছিল। তিনি সাহসের সাথে ইসরায়েলের নৃশংসতা এবং গাজায় চলমান গণহত্যার নিন্দা করেছেন, মানবতা ও নৈতিকতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।
তিনি কেবল একজন আধ্যাত্মিক নেতাই ছিলেন না, বরং আন্তঃধর্মীয় সম্প্রীতি, নম্রতা এবং প্রান্তিক মানুষের ভালোবাসার একজন অক্লান্ত সমর্থকও ছিলেন। আমরা এমন একজন মহান মানুষের মৃত্যুতে শোকাহত এবং তাঁর চির শান্তির জন্য প্রার্থনা করি। তাঁর ন্যায়বিচার, করুণা এবং বিশ্বব্যাপী সংহতির উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাক। - প্রেস বিজ্ঞপ্তি