News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

পর্যটন 2025-04-22, 12:32am

kuakata-hotel-and-motel-owners-association-held-a-human-chain-on-monday-demanding-a-6-lane-highway-from-bhanga-to-kuakata-176673fc5c79a9582b69fd83530773151745260374.jpg

Kuakata hotel and motel owners Association held a human chain on Monday demanding a 6-lane highway from Bhanga to Kuakata.



পটুয়াখালী: ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ।

সোমবার সকালে কুয়াকাটা পৌরসভার সামনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এবং কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় প্রায় ১০-১২ টি সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২ লেনের সংকীর্ণ রাস্তা বিরাজমান থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনা ঘটছে। এতে ব্যাপক জানমালের ক্ষয় ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দূর্ঘটনায় মৃত্যুবরণ করছে। মহাসড়কটি অত্যন্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা হইতে বরিশাল পৌঁছাতে ৪ ঘন্টার অধিক সময় ব্যায় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছেনা। এ অঞ্চলের ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে।

এমতাবস্থায় দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ। কেননা কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসেবে স্বাস্থ্য সেবা খাতে ব্যাপক পিছিয়ে রয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ। - গোফরান পলাশ