News update
  • Election Campaigns Begin Ahead of February 12 Polls     |     
  • Illegal topsoil extraction threatens ‘Gaillar Haor’, croplands in Sunamganj     |     
  • Nation's future hinges on ‘Yes’ vote in referendum: Land Adviser     |     
  • US doesn't take sides in Bangladesh elections: Ambassador Christensen     |     
  • Tarique visits shrines of Shahjalal, Shah Paran; offers prayers     |     

পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-01-22, 10:39am

e7f58562a5ce35ac1e599e00e15a3316cb0ad3967b771c68-41ee3b13cfd114508c3c7bf5d24883ab1769056769.jpg




আগের অবস্থান থেকে সরে এসে একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জমানো টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন।

বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্ট’।

চিঠিতে বলা হয়, আমানতকারীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একইসঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। ফলে ১ লা জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই মুনাফা দেয়া হবে।

তবে এ মুনাফা পাবেন শুধু আমানতকারীরা। কোন প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না। আগামী তিন দিনের মধ্যে মুনাফা সংক্রান্ত সংশোধিত তথ্য বাংলাদেশ ব্যাংকের রেজ্যুলেশন বিভাগে জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছে।

এর আগে ২০২৪-২৫ সালে একীভূত হওয়া ৫ ব্যাংক লোকসান করায় শরিয়াহ্ কাউন্সিলের মতামতে মুনাফা না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক পাঁচটি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে এই ব্যাংকগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এবং এদের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।