News update
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     

ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-01-16, 7:38pm

b2eb5701975a2d88d113ec4765f1c4dca34a3bd7ee9e5dac-1af793e182e04153c08f3dfbc5c50df61768570715.jpg




ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তিনি বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এই নির্দেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।