News update
  • Israeli military operation displaces 40,000 in West Bank     |     
  • Pak, Saudi agree to convene OIC FMs meeting over Gaza     |     
  • UN HR Office news confce on Bangladesh July protests Feb 13     |     
  • Most nations miss deadline for plans to fight climate change     |     
  • Member States differ on response to US withdrawal from WHO     |     

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কি লেখকদের সৃজনশীলতার পরিপন্থী?

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-02-11, 7:08am

ai-4921c0e2d1f6005abe1f9ec2e20419091739236113.jpg




বর্তমান বিশ্বের সব থেকে আলোচিত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানুষেরই তৈরি। অথচ ক্রমবিকাশের চরম মহূর্তে সৃষ্টি নিজেই যেন তার স্রষ্টাকে প্রতিস্থাপন করতে চলেছে। মস্তিষ্কপ্রসূত চিন্তাকে লেখ্য রূপ দেয়ার শৈলী বিগত শতাব্দীর শেষ লগ্নেও ব্যক্তির বিশেষত্বকে অনন্য করে তুলতো। কিন্তু বর্তমানে চোখের পলকে অবলীলায় লিখতে পারা এআই সেই বিশেষত্বের নেপথ্যে যেন কতক শর্ত জুড়ে দিয়েছে। লিখিত সৃষ্টিকর্মে এআইয়ের ব্যবহার বিচিত্রভাবে প্রভাবিত করছে সাংবাদিক ও লেখক সমাজকে। যার ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে তথ্যবহুল প্রতিবেদন বা অনবদ্য রচনার জন্য নতুন মাপকাঠি নিরুপণের। চলুন, লেখকদের সৃজনশীল কাজে এআইয়ের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের তুলনামূলক বিশ্লেষণ করা যাক।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কি লেখকদের সৃজনশীলতার পরিপন্থী

একটি লেখার পটভূমি থেকে শুরু করে প্রকাশ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু এআইয়ের যুগে এখন সেই পরিসরটি অনেক ছোট হয়ে এসেছে। বিশ্বের নামকরা এআই টুলগুলোর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, গ্রামার্লি, জেমিনি, জ্যাস্পার ও ক্লড। সম্প্রতি সর্বাধিক প্রসিদ্ধ চ্যাটজিপিটির সঙ্গে প্রথম সারিতে থেকে অন্য সব এআইকে টেক্কা দিচ্ছে চীনের ডিপসিক। এগুলোর মাধ্যমে সময়সাপেক্ষ কাজগুলো খুব কম সময়েই করে ফেলা যায়। ফলশ্রুতিতে, পেশাদার লেখকরা মনোনিবেশ করতে পারেন লেখার আবহ ও মৌলিকতার দিকে। চলুন, লেখালেখিতে এআই টুলগুলোর প্রধান সুবিধাগুলো জেনে নিই।

লেখকদের সৃজনশীলতায় এআইয়ের ইতিবাচক দিক

কন্টেন্টের বিচিত্রতা

এআইয়ের পারদর্শিতার ব্যাপ্তি তথ্যবহুল প্রতিবেদন থেকে পৌঁছে গেছে সৃজনশীল গল্প পর্যন্ত। ধরণ ও আকার নির্বিশেষে মার্কেটিং-এর জন্য যেকোনো কপিরাইটিং-এর জন্য এখন আর দীর্ঘ দিন ধরে অপেক্ষা করতে হয় না। আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, লেখাগুলো সুনির্দিষ্টভাবে উদ্দিষ্ট পাঠকদের জন্য তৈরি হয়, যা পণ্যের প্রচার ও প্রসারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দৈনিক তথ্য সরবরাহের ক্ষেত্রে সাংবাদিকরা এই টুলগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন তৈরি করতে পারেন।

শুধু তাই নয়, ওয়েব অ্যাপগুলো লেখার ভাষাশৈলীতেও ভিন্নতা আনতে সক্ষম। বিজ্ঞানের শিক্ষার্থীদের ব্যবহারিক রিপোর্ট, কথোপকথন ধাচের ব্লগ পোস্ট, নাটকের সংলাপ নির্ভর স্ক্রিপ্ট, এবং ই-মেইল রাইটিং; প্রত্যেকটির ক্ষেত্রে স্বতন্ত্রতা বজায় থাকে।

রাইটার্স ব্লক থেকে পরিত্রাণ

লেখকদের জন্য এআইয়ের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে রাইটার্স ব্লক থেকে মুক্তি। প্রত্যেক সৃষ্টিশীল লেখকের এমন কিছু সময় আসে যখন তার চিন্তা লেখার প্রয়োজনীয় রসদ যোগাতে পারে না। এতে করে যেকোনো লেখা শুরু করতেই তার মধ্যে এক রকম স্থবিরতা কাজ করে। এই রাইটার্স ব্লকের জড়তা কাটতে পেরিয়ে যায় অনেকটা সময়।

বর্তমান প্রেক্ষাপটে এই বন্দিদশা থেকে নিমেষেই উদ্ধার করে নিয়ে যেতে পারে এআই সফটওয়্যারগুলো। অবশ্য ইন্টারনেটের আগমনের পর থেকেই লেখকরা এই মনস্তাত্ত্বিক সমস্যা মোকাবিলার হাতিয়ার পেয়ে গিয়েছিলেন। আর এখন সেই হাতিয়ার আরও মোক্ষম হয়ে উঠেছে। এআই প্ল্যাটফর্মগুলো যেকোনো বিষয়ের উপর নতুন নতুন ধারণা দেখাতে পারে। এছাড়া এখানে পুরোনো কোনো রচনার ভেতর থেকে অভিনব দৃষ্টিকোণও খুঁজে পাওয়া যায়।

চতুর্মাত্রিক গবেষণা

ইন্টারনেটের যুগ শুরু হওয়ার পর থেকে সার্চ ইঞ্জিনগুলো গবেষণা প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছিল। কিন্তু এগুলো সার্চ করা নির্দিষ্ট বিষয়ের উপর ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কন্টেন্টগুলোকে সামনে হাজির করেই ক্ষান্ত হতো। ব্যবহারকারী সেগুলোর উপর গবেষণা করে তার কাঙ্ক্ষিত ঊত্তরটি খুঁজে নিতেন। কিন্তু এখন এআই ব্যবহারকারীর হয়ে এই ঊত্তরটি সরাসরি বের করে দেয়। বিশেষ করে গুগলের জেমিনি এক ক্লিকেই দীর্ঘ কন্টেন্টের সারবস্তু বের করে দেয়। সামগ্রিকভাবে এই বৈশিষ্ট্যগুলো সাধারণ গবেষণার সময় কমিয়ে এনেছে। ফলে লেখক ও সাংবাদিকরা আরও সুক্ষ্ম গবেষণার দিকে যেতে পারেন।

ব্যাকরণগত দিক থেকে নির্ভুল লেখনীর নিশ্চয়তা

প্রকাশনা জগতের গুরুত্বপূর্ণ পর্যায় প্রুফরিডিং বা লেখার খসড়া সম্পাদনার ঝামেলাকে অনেকটা কমিয়ে এনেছে এআই। তথ্য ভুল না শুদ্ধ এবং লেখার ধরণ যেমনি হোক না কেন; প্রতিটি লেখাই ব্যাকরণগত নির্ভুলতা নিয়েই তৈরি হয়। প্রকাশনা প্রতিষ্ঠানের নিজস্ব ধরণ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলে ভাষাশৈলীর সমস্যাও দূর হয়। বাকি থাকে তথ্যের যথার্থতা, যা সম্পূর্ণভাবেই গবেষণার উপর নির্ভরশীল।

লেখার নির্দিষ্ট ধরণ বা নিজস্বতা সংরক্ষণ

চ্যাটজিপিটিসহ প্রথম সারির সবগুলো এআইয়েই রয়েছে লেখকদের নিজস্ব শৈলী সংরক্ষণ করে রাখার সুযোগ। এর মধ্যে রয়েছে একজন লেখকের বাক্য বিন্যাস, শব্দ চয়ন, এবং পাঠকদের সম্বোধনের ধারা, যা লেখকের স্বকীয়তার পরিচায়ক। সেটিং থেকে একবার নির্ধারণ করে রাখা হলে প্রতি কন্টেন্ট জেনারেশনের ক্ষেত্রেই সেই স্বকীয়তা বজায় থাকে।

লেখকদের সৃষ্টিশীল কাজে এআইয়ের নেতিবাচক ভূমিকা

গতানুগতিক রচনার প্রসার

বিষয়বস্তুর গভীরে গিয়ে প্রতিটি সূক্ষ্ম স্থানগুলোর জন্য সঠিক প্রম্প্ট বা নির্দেশনা না দেওয়া হলে এআই মোটা দাগে বিষয়টি বিশ্লেষণ করে। তাতে বাক্য বিন্যাস হয় গতানুগতিক এবং সার্বজনীন শব্দগুচ্ছে পরিপূর্ণ হওয়ায়, তা ইন্টারনেটে থাকা অন্যান্য লেখার সঙ্গে মিলে যায়। এ ধরণের রচনার সবচেয়ে মানহীন দিক হচ্ছে একই শব্দ বা শব্দগুচ্ছের পুনরাবৃত্তি।

এআইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্দেশনার পদ্ধতি নিয়ে যথার্থ ধারণা ব্যতীত মানসম্পন্ন লেখা পাওয়া অসম্ভব। দুঃখজনক হলেও সত্য যে, সাধারণ নির্দেশনা দেওয়ার চর্চাটি বিপুল পরিসরে ঘটছে। এতে করে গোটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে গতানুগতিক রচনা। এটি সাহিত্যসহ সামগ্রিক প্রেস মিডিয়ার জন্য ক্ষতিকর।

স্বকীয়তার অবক্ষয়

এআই অধিকাংশ ক্ষেত্রে বিদ্যমান কাজ ও তথ্যের ভিত্তিতে লেখা তৈরি করে। শিরোনাম ও পর্যালোচনায় কিছুটা ভিন্নতা থাকলেও সেগুলো দিনশেষে সমজাতীয় লেখারই পৃষ্ঠপোষক। কিংবদন্তির কোনো গল্পে অ্যাডাপ্টেশনও একটি সৃজনশীলতা যখন সেখানে লেখকের স্বকীয়তা থাকে। কিন্তু বর্তমানে কম সময়ে এআইয়ের লেখাগুলো লেখকদের সেই স্বকীয়তা আরোপের প্রতি নিরুৎসাহিত করছে। এআই প্রস্তাবিত আবহ এবং কাঠামোর উপরেই তারা নিজেদের কাজগুলো প্রস্তুত করছে। এটি দীর্ঘ মেয়াদে কিংবদন্তিতুল্য লেখক তৈরির সম্ভাবনা ধূলিস্মাৎ করে দিতে পারে।

পুঙ্খানুপুঙ্খ গবেষণার প্রতি নিরুৎসাহ

সময় যত গড়াচ্ছে এই প্রযুক্তিতেও ক্রমাগত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এটি উৎপাদনশীল জনগোষ্ঠী তৈরিতে অবশ্যই উপযোগী। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে, প্ল্যাটফর্মগুলো বিশ্বের সর্বশেষ হালনাগাদকৃত তথ্যের সঙ্গে একীভূত হতে যথেষ্ট সময় নিচ্ছে। তাই যারা অন্ধের মতো টুলগুলো ব্যবহার করছেন— তাদের কাজগুলো নিয়ে থেকে যাচ্ছে সন্দেহের অবকাশ। রিরাইটিং ও প্যারাফ্রেজিং সহ দ্রুত লেখার ফিচারগুলো পুঙ্খানুপুঙ্খ গবেষণা এবং ফ্যাক্ট-চেকিং-এর প্রবণতা কমিয়ে দিচ্ছে। একই সঙ্গে অনলাইনভিত্তিক সফটওয়্যারগুলো পুরোনো তথ্যগুলোর সমন্বয়ে সার্চকৃত প্রশ্নের এক কথায় উত্তর হাজির করছে। এভাবে ভুল তথ্য প্রচারের মধ্য দিয়ে পাঠকদের বিপথগামী হওয়ার আশঙ্কা থাকছে।

লেখালেখিতে এআই ব্যবহারের সঠিক উপায়

ক্লড, জ্যাস্পার, গ্রামার্লি, জেমিনি, এবং জনপ্রিয় চ্যাটজিপিটি; প্রত্যেকটি চ্যাটবটই লেখক এবং সাংবাদিকদের জন্য হতে পারে শক্তিশালী হাতিয়ার। চলুন, সৃজনশীলতা বজায় রেখে এই টুলগুলো ব্যবহার করার কয়েকটি সঠিক পদ্ধতি জেনে নেওয়া যাক।

উপর্যুপরি গবেষণায় কাজে লাগানো

চলমান বা আসন্ন ঘটনাবলির জন্য সরাসরি এআইয়ের এক কথায় উত্তরের উপর নির্ভর না করে সার্চ ইঞ্জিন ব্রাউজ করাই উত্তম। বিকল্প হিসেবে এআইয়ের মাধ্যমে একত্রে গুগল, বিং, ইয়াহুর মতো একাধিক সার্চ ইঞ্জিনের সাম্প্রতিক কন্টেন্টগুলোর লিস্ট নেওয়া যেতে পারে। তারপর সেই কন্টেন্টগুলো সার্চ ইঞ্জিন থেকে এআই টুলে স্থানান্তর করে এআইকে জিজ্ঞেস করা যায়। এরপরেও নির্ভরযোগ্য উৎস থেকে ঘটনাগুলো ক্রস-চেক করে নেওয়া জরুরি। অবশ্যই কন্টেন্টগুলো রিরাইট করা বা সেগুলোর ভাষাশৈলী প্রিসেট হিসেবে সেট করে কন্টেন্ট জেনারেট করাটা ঠিক নয়।

ব্যাকরণ এবং লেখার ধরণ সংশোধনে ব্যবহার

লেখা পরিশীলিত করার জন্য এআইয়ের সবচেয়ে উপযুক্ত ব্যবহার হলো ব্যাকরণ, বিরাম চিহ্ন এবং বাক্য গঠন ও শব্দ চয়ন সংশোধন। এক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত গ্রামার্লি ব্যাকরণজনিত ভুল সংশোধনের পাশাপাশি লেখার প্রাঞ্জলতাও উন্নত করতে পারে। সঠিক বাক্য বিন্যাস, শব্দ চয়নের মাধ্যমে পাঠকদের নিকট গ্রহণযোগ্য করে তোলার জন্য এআইকে নির্দেশনা প্রদান পদ্ধতি জানা প্রয়োজন।

নতুন ধারণা বা নতুন দৃষ্টিকোণ খোঁজা

রাইটারস ব্লকের চ্যালেঞ্জ মোকাবিলা করে লেখা শুরু উপযোগী রসদ নেওয়ার চমৎকার একটি জায়গা এআই চ্যাটবটগুলো। প্রেক্ষাপটের আঙ্গিকে এআইয়ের সঙ্গেগ কথোপকথনে বেরিয়ে আসতে পারে অনেক অভিনব ধারণা। এছাড়া পুরোনো সৃষ্টিকর্মগুলোও চিন্তার নতুন রসদ পাওয়ার পথ বাতলে দেয়। অনলাইনে থাকা নিবন্ধ, বই বা বিস্তর ডাটাবেসগুলোর সারসংক্ষেপ তৈরিতে সাহায্য করবে এআই। অতঃপর প্রাপ্ত ধারণাগুলোর অন্তনির্হিত নতুন দৃষ্টিকোণের অনুসন্ধানের জন্য নির্দেশনা দিতে হবে এআইকে। এগুলো নিয়ে হতে পারে বিস্তর গবেষণা এবং গল্পের কাঠামো ভাবনা। এই কাঠামো গঠনেও আউটলাইন তৈরির মাধ্যমে সাহায্যে আসতে পারে এআই।

উদ্ধৃতি এবং তথ্যসূত্র জমা করার সুবিধা

সাংবাদিকতা এবং একাডেমিক লেখার ক্ষেত্রে যথাযথ তথ্যসূত্র বা উদ্ধৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপিএ (অ্যামেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন) বা এমএলএ (মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন)-এর মতো বিভিন্ন পদ্ধতিতে নির্ভুল উদ্ধৃতি তৈরি করে দিতে পারে এআই। এআইয়ের প্রদত্ত ফলাফল চূড়ান্তভাবে গ্রহণের পূর্বে অবশ্যই উদ্ধৃতিগুলো কয়েকবার যাচাই করে নেওয়া প্রয়োজন।

সবশেষ, চ্যাটজিপিটি, জেমিনি, জ্যাস্পার, ক্লড, এবং গ্রামার্লির মতো এআই চ্যাটবটগুলোর ব্যবহার লেখালেখিতে দ্বৈত ভুমিকা পালন করে। একদিকে, দ্রুত সময়ে গবেষণা, ব্যাকরণজনিত সম্পাদনা এবং উদ্ধৃতি জমা করার সুবিধা রচনাকে নিমেষেই চূড়ান্ত রূপ দেয়। অপরদিকে, একই ফিচারের অসদ্ব্যবহারে অবদমিত হয় স্বকীয়তা এবং মৌলিকতা। কিন্তু পুঙ্খানুপুঙ্খ গবেষণা এবং নতুন দৃষ্টিকোণের অনুসন্ধানও এআইয়ের যুগান্তকারী বৈশিষ্ট্য। এই সুবিধাকে কাজে লাগানো হলে এআইয়ের ব্যবহার লেখকদের সৃজনশলীতার পরিপন্থী নয়, বরং সহায়ক হয়ে উঠবে। এনটিভি