News update
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     

তিন সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন আরাউহো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-02-11, 7:03am

10bfe6ef5f230e521c13d8089dd15cb2b6aa20e656a69f5c-890652ed71aa93df3524ea342e7997491739235811.jpg




রোববার (৯ ফেব্রুয়ারি) সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়ের দিনে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনাল্ড আরাউহো। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, পা মচকে গেছে তার। সেরে ওঠতে সময় লাগতে পারে প্রায় তিন সপ্তাহের মতো। তার চোটের অবস্থা জানতে শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

সেভিয়ার বিপক্ষে রোববারের ম্যাচটা ৪-১ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। সেই ম্যাচের ষোল মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে পড়ে চোট পান আরাউহো। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। পরে টিভি ক্যামেরায় দেখা যায়, অ্যাঙ্কেলে বরফ লাগিয়ে বেঞ্চে বসে আছেন এই ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি। যদি তাই হয়, তাহলে নিঃসন্দেহে বার্সেলোনার জন্য এটি বড় ধাক্কা। রক্ষণভাগের অন্যতম ভরসার নাম আরাউহো, আর মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে কাতালানদের।  

লা লিগায় রায়ো ভায়েকানো, ওসাসুনা ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ রয়েছে বার্সেলোনার। এই ম্যাচগুলোতে আরাউহোকে না পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেও তাকে দলে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

তবে বার্সা কোচ হান্সি ফ্লিক আরাউহোর চোট নিয়ে অতটা চিন্তিত নন। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আরাউহোর অবস্থা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটা গুরুত্বর চোট বলে মনে হচ্ছে না।’ তবে আরাউহোর ছিটকে গেলে তার জায়গায় একাদশে জায়গা পেতে পারেন স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। তথ্য সূত্র সময়।