News update
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     
  • Arab Allies Urge Restraint as Trump Presses Iran Talks     |     
  • EC asks printing presses not to print election posters     |     
  • Protect your votes, conspiracies still on: Tarique to voters     |     
  • US ambassador warns of China's growing manufacturing dominance     |     

কুমিল্লায় বিভাগ ও বিমানবন্দর হবে : জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-01-31, 11:42am

54354353-3f68188c547b973009797168684647ae1769838152.jpg




জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন হতে হবে। বিমানবন্দরের পাশে ইপিজেড থাকলেও কোনো সমস্যা নেই—বিমানবন্দর চালু হবেই। আমরা কারো হক নষ্ট করব না। ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।’

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লায় পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

আজ সন্ধ্যা ৬টায় কুমিল্লা লাকসাম স্টেডিয়াম এবং রাত ৮টায় কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। নগরীর গুরুত্বপূর্ণ চারটি মোড়ে স্থাপিত এলইডি স্ক্রিনের মাধ্যমে জনসাধারণ এসব সমাবেশ সরাসরি দেখেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সবচেয়ে মজলুম দলের নাম জামায়াতে ইসলামী। আমরা কোনো দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা করিনি, কারো বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেইনি। বরং যাদের ওপর জুলুম হয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। আজও শহীদ পরিবারের চোখে আর্তনাদ—শহীদের এতিম সন্তান প্রশ্ন করে, ‘আমার বাবা কবে আসবে?’”

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘কিছু মানুষ পরিকল্পিতভাবে সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি করছে—এগুলো পরিহার করতে হবে। প্রয়োজনে কুমিল্লার যুবকদের আবারও রাস্তায় নামতে হবে ভোটের অধিকার নিশ্চিত করতে। আমরা কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা চাই যুবকরা আত্মবিশ্বাসের সঙ্গে বলুক—‘আমি বাংলাদেশ।’”

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত ইনসাফ কায়েম করা হবে। আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না। মেধা ও যোগ্যতা থাকলে একজন কৃষকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবে। মাস্টার্স পর্যন্ত ছাত্রীদের সরকারি খরচে শিক্ষার ব্যবস্থা করা হবে। নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

জামায়াত আমির আরও বলেন, ‘রাষ্ট্র হবে নিরপেক্ষ। কোনো ধর্মীয় পরিচয়ে নয়—আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। মিডিয়া জাতির বিবেক। কেউ যেন চাঁদাবাজির পক্ষে অবস্থান না নেয়। মিডিয়াকর্মীরা দেশগঠনের অগ্রসৈনিক।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এ টি এম মাসুম, ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কাইয়ুম, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।