News update
  • Net FDI in BD jumps over 200 percent in Q3 of 2025: BIDA     |     
  • Quilt makers race against time as severe cold grips Lalmonirhat     |     
  • Dhaka's air quality turns ‘very unhealthy’ on Monday     |     
  • Rohingya Pin Hopes on UN Genocide Hearing for Justice     |     
  • Trump Says Open to Meeting Venezuela’s Interim Leader     |     

পাবনায় দুটি আসনে নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন

নির্বাচন 2026-01-10, 6:18pm

45tr43534534-999c3edd624a3c54b7334355fd9909d11768047538.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতা নিয়ে আদালতের আদেশের কারণে পাবনার দুটি আসনে ভোট স্থগিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ইসি।

উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা পরিপত্রে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানা সংক্রান্ত মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুই নির্বাচনি এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার জন্য ইসি সিদ্ধান্ত নিয়েছে।