News update
  • Tarique Rahman Urges Voters to Protect Their Democratic Rights     |     
  • Bangladesh Approves Historic Economic Partnership With Japan     |     
  • Advisory Council Approves Dhaka Central University Ordinance     |     
  • Election Campaigns Begin Ahead of February 12 Polls     |     
  • Illegal topsoil extraction threatens ‘Gaillar Haor’, croplands in Sunamganj     |     

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-22, 5:14pm

04be803cd5c441f1202ad509759faa53f9cd45777724a938-dc11604dad0516dd2210aef7cec729b41769080458.jpg




আইসিসি আজ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।

উপদেষ্টার মতে, ভারতের পক্ষে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দেয়া সম্ভব হয়নি। সে কারণে সরকার মনে করছে বাংলাদেশ দলেরও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এক মাসের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে, আইসিসির এমন আশ্বাসে সরকার আস্থা রাখতে পারছে না বলে জানিয়েছেন উপদেষ্টা।

তবে ভেন্যু স্থানান্তর নিয়ে বিসিবির চেষ্টা অব্যহত থাকবে বলে জানান উপদেষ্টা। এই ইস্যুতে আজ আবারও আইসিসির সঙ্গে বিসিবি যোগাযোগ করবে বলে জানান তিনি। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, সে প্রশ্নের অবশ্য উত্তর দেননি উপদেষ্টা। বলেছেন এটি তাদের 'অভ্যন্তরীণ' বিষয়।