
রাজশাহী-নোয়াখালী ম্যাচের দৃশ্য। ছবি : রাজশাহী ওয়ারিয়র্স
এক ম্যাচ পর ফের জয়ের হাসি হাসল রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে তৃতীয় ম্যাচে এসেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। আজ সোমবার (২৯ ডিসেম্বর) নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা নোয়াখালী ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে থামে। জবাবে ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করে রাজশাহী।
রান তাড়ায় দ্বিতীয় বলেই উইকেট হারায় রাজশাহী। ওপেনার সাহিবজাদা ফারহানকে (২) বোল্ড করেন হাসান মাহমুদ। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২০ বলে ২৯। তাকে বোল্ড করেন জহির খান।
রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিদায় নেন ২০ বলে ২৪ রানে। তবে, মুশফিকুর রহিমের ৩০ বলে অপরাজিত ২৮ রান এবং ইয়াসির আলীর ২৬ বলে অপরাজিত ২৩ রানে ভর দিয়ে কাঙ্খিত জয় পায় রাজশাহী।
নোয়াখালীর পক্ষে হাসান দুটি এবং জহির ও রাজা একটি করে উইকেট পান।
ব্যাট হাতে ঝড়ো শুরু করে নোয়াখালী। প্রথম ওভারেই তোলে ১৮ রান। এরপর ছন্দপতন। বিনুরা ফার্নান্দোর বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন হাবিবুর রহমান সোহান। ৬ বলে ৫ রান করেন তিনি। আরেক ওপেনার মাজ সাদাকাতের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান। ওয়ানডাউনে নেমে ১১ বলে ৬ রান করেন সাব্বির হোসেন।
রিপন মন্ডলের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নোয়াখালী। তার তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। নোয়াখালীর সাতজন ক্রিকেটার বিদায় নেন দুই অঙ্কের রান স্পর্শ করার আগে। দলের পক্ষে ২৮ সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক হায়দার আলী। তিনিও শিকার হয়েছেন রিপনের। ২৭ বলে ২২ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
রাজশাহীর পক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৩ রানে ৪ উইকেট নেন রিপন। দুই উইকেট পান তানজিম পান দুই উইকেট। একটি করে উইকেট নেন ফার্নান্দো ও হুসেইন তালাত।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১২৪/৮ (সোহান ৫, সাদাকাত ২৫, সাব্বির ৬, অঙ্কন ২২, হায়দার ৩৩, জাকের ৬, রাজা ১, হাসান ০, সামি ১*; সাকিব ৪-০-৩১-২, ফার্নান্দো ৪-০-২৩-১, রিপন ৪-১-১৩-৪, নাওয়াজ ২-০-১৭-০, তালাত ৩-০-১৮-১, মুরাদ ৩-০-১৮-০)
রাজশাহী ওয়ারিয়র্স : ১৭.৫ ওভারে ১২৫/৪ (ফারহান ২, তামিম ২৯, শান্ত ২৪, মুশফিক ২৮*, তালাত ৩, ইয়াসির ২৩*; হাসান ৪-০-১৯-২, সামি ২-০-২৫-০, রাজা ২-০-২৪-১, রানা ৩-০-২১-০, জহির ৩.৫-০-২০-১, সাদাকাত ৩-০-১১-০)