News update
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     
  • Ultimate goal is to join ASEAN as full member, says Dr Yunus      |     
  • South Korea President Yoon Suk Yeol removed from office      |     
  • Bangladesh set to assume BIMSTEC chairmanship for two years     |     
  • India Parliament passes bill for change of Muslim land gifts     |     

পুতিনের ওপর ‘খুব রেগে’ আছেন ট্রাম্প 

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-03-31, 7:10am

img_20250331_070846-f658365872a72f6aea0a94ee337e34221743383442.jpg




ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে সুর বদল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুব রেগে’ আছেন বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি।

রোববার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন এনবিসির কাছে।

সংবাদমাধ্যমটির সাংবাদিক ক্রিস্টেন ওয়াকারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এদিন সকালে পুতিনকে ফোন করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি পুতিন যে মন্তব্য করেছেন- ফোনকলে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি মনে করি যে এটা রাশিয়ার ভুলের কারণে হয়েছে... তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করব। 

এ ছাড়া, ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির যে যৌথ প্রস্তাব ফিরিয়ে পুতিন  দেওয়ায় এনবিসিকে ট্রাম্প জানান, তিনি যে রেগে আছেন তা পুতিন জানেন। তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে। পুতিন যদি সঠিক কাজটা করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।

কয়েকদিন আগে পুতিন বলেন, ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে একটি সাময়িক প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে। তারাই যুদ্ধ বন্ধে কাজ করবে এবং দেশটিতে একটি নির্বাচনের আয়োজন করবে। 

রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের বিষয়ে ওয়াকারকে ট্রাম্প জানান, তিনি পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন। 

এর আগে, তিন বছরের বেশি ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা করেছে তার প্রশাসন। তবে এখনও কোনো অগ্রগতি আসেনি। আরটিভি