
প্রেম আর সম্পর্কের সমীকরণে আধুনিক নগর জীবনের গল্প নিয়ে আসছে ইয়াশ রোহান ও পারসা ইভানার নতুন সিনেমা ‘একসাথে আলাদা’। ওটিটির জন্য রোমান্টিক কমেডি নির্ভর সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা রেজাউর রহমান।
হইচইয়ের ১ ঘণ্টার নতুন ফিল্ম ফরম্যাটের সিনেমা ‘একসাথে আলাদা’। হইচই-এর পর্দায় প্রথমবার ধরা দেবেন ইয়াশ-পারসা জুটি। সিনেমায় ইয়াশের অভিনীত চরিত্রের নাম ‘ফারহান’ ও পারসার অভিনীত চরিত্রের নাম ‘আমিরা’।
নতুন কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন,আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।
অভিনেতা ইয়াশ রোহান তার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন,‘একসাথে আলাদা’র স্ক্রিপ্টটা পড়ার সময়ই আমার মনে হয়েছে এটা আমাদের চারপাশের পরিচিত সব মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকরা যে আগ্রহ দেখাচ্ছেন আশা করছি সিনেমাটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।
অভিনেত্রী পারসা ইভানা বলেন,এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।
‘একসাথে আলাদা’ সিনেমায় ইয়াশ, পারসা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই। চলতি বছরের ঈদুল ফিতরে হইচইয়ে মুক্তি পাবে সিনেমাটি।