
সংগীতশিল্পী মনির খান। ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুতে সুখবর না দিতে পারলেও এবার অপেক্ষার পালা শেষে সুখবর দিলেন সংগীতশিল্পী মনির খান। তার গাওয়া ‘অঞ্জনা’ সিরিজের নতুন গান প্রকাশিত হচ্ছে নেটদুনিয়ায়।
মনির খান প্রতি বছর জানুয়ারির প্রথম দিন ‘অঞ্জনা’ সিরিজের নতুন গান প্রকাশ করেন। চলতি বছরও সেই পরিকল্পনা তার ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের কারণে গানটির প্রকাশ স্থগিত করেন তিনি। এবার সে শোক কাটিয়ে নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছেন গায়ক।
এ প্রসঙ্গে মনির খান বলেন,সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) ‘এমকে মিউজিক২৪’ ইউটিউব চ্যানেলে বিকেল ৪টায় ‘অঞ্জনা’ সিরিজের নতুন গানটি প্রকাশ করা হবে
গায়ক আরও বলেন,রাজধানীর বিভিন্ন স্থানে গানটির ভিডিও করা হয়েছে। ‘অঞ্জনা ২৬’ গানটি কেমন হয়েছে সবার কাছ থেকে জানার অপেক্ষায় রয়েছি।
নতুন গানটির কথা সুর ও সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। প্রতিবারের মতো এবারও নতুন গান নিয়ে আশাবাদী তিনি।
গত কয়েক দশক ধরে গানের দুনিয়ায় নিয়মিত সংগীতপ্রেমীদের গান উপহার দিচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা রয়েছে তার ক্যারিয়ারের ঝুলিতে।