
বাগদানের ৫ বছর পর সে পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মাত্র ৫৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন মিম। ভিডিওতে বাগদানের পোশাক পরা মিম রুপের দ্যুতি ছড়াচ্ছিলেন। একটি ইভেন্টেও সে পোশাক পরে অংশ নিতে দেখা যায় নায়িকাকে।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শাহিলের ‘বারিশ মে ফের’ গানটি জুড়ে দেন মিম। ক্যাপশনে লেখেন,আমার বাগদানের পোশাক, ৫ বছর পর- এখনও স্পেশাল।
মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন। লাক্স তারকা হিসেবে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে তার শোবিজ দুনিয়ায় অভিষেক হয়।
সৌন্দর্য আর অভিনয় গুণে কিছু সময় পেরোতেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন মিম। খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারকে। তিনি পেশায় একজন ব্যাংকার।
২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিকের সঙ্গে আংটিবদলের কথা জানান মিম। তার এক বছর পরই ২০২২ সালের ৪ জানুয়ারি সাত পাঁকে বাঁধা পড়েন এ সুপারস্টার।