News update
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     
  • Govt declares Khaleda Zia a ‘very very important person’     |     
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     
  • Probe body says Hasina had 'green signal' for BDR Carnage     |     

দর্শকরা আবারও আমাদের জুটি হিসেবে দেখতে চান: তৌসিফ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-02, 8:00am

3786c77def1072447e6b9d6e1c796879bbd75e731a9c51f2-7030fa99b23122eda8f1a735125350d01764640858.jpg




ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন মডেল ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী শাম্মী ইসলাম নীলা। নতুন ওয়েব ফিল্মটির নাম ‘ফার্স্ট লাভ’। এ কাজের মাধ্যমে পর্দায় অভিষেক হয়েছে নীলার। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত কাজটি দর্শকদের মন ছুঁয়েছে বলেই বিশ্বাস নির্মাতা হাসিব হোসেন রাকিবের।

‘ফার্স্ট লাভ’-এর গল্প নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব সময় সংবাদকে জানালেন, ‘এটি একেবারেই ভীন্ন ধারার একটি গল্প। যা পরিবারকে সঙ্গে নিয়ে দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে সব ধরনের ফ্লেভার পাওয়া যাবে। দর্শকের কথা মাথায় রেখে আমরা কাজটি করেছি। আমার বিশ্বাস এটি ভক্ত দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছে।’

দর্শকের গ্রহণযোগ্যতার পরিমাপ কীভাবে করেন তৌসিফ? জানালেন, ‘এটি আসলে বোঝা যায়। দর্শকের প্রতিক্রিয়া চোখ-কান খোলা রাখলেই বোঝা সম্ভব কোন ঘরানার কাজ তাদের পছন্দ। আর ‘ফার্স্ট লাভ’-এর কথা যদি বলতে হয়; তাহলে বলবো আমরা দারুণ ভালোবাসা পাচ্ছি দর্শক ভক্ত, কাছের মানুষ সবার কাছ থেকে।’

অভিনেত্রী নীলার সঙ্গে প্রথম কাজ নিয়ে তিনি বলেন, ‘আমি আসলে নীলার কাছ থেকেও অনেক কিছু শিখেছি। শুটিংয়ে অনেক গল্প হতো আমাদের। মিস ওয়ার্ল্ড হিসেবে তার যে অভিজ্ঞতা সেখান থেকে অনেক কিছু জানা হয়েছে আমার। ও অনেক স্বপ্নবিলাশী। দর্শকরা চাই আমাদের আবারও জুটি হিসেবে দেখতে।’

অভিনেত্রী নীলা বলেন, ‘অনেক স্ক্রিপ্ট আমার কাছে আসে কিন্তু ‘ফার্স্ট লাভ’-এর স্কিপ্ট পড়ে আমার স্বামী, পরিবারের অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন; তাদের অনুপ্রেরণায় কাজটি সম্পন্ন করতে পেরেছি।’

তিনি আরও বললেন, ‘এটি তৌসিফ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। তবে একেবারে নতুন মনে হয়নি, উনি অনেক সহযোগিতা করেছেন। আমাকে চরিত্রে ঢুকতে তার ভূমিকা ছিল অনেক।’