News update
  • Garbage pile turns Companiganj Bazar into an unhygienic town     |     
  • Put 'old feuds' aside for a new era of harmony in ME: Trump     |     
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     
  • UN Releases $11 Million for Gaza Aid Amid Fragile Hope     |     
  • Global ‘Food Heroes’ Driving Change From Farm to Table     |     

অনলাইনে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর তথ্য, যা জানালেন ছেলে মইন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-11, 9:59am

a19ddc43c8326bc7a9f94b59d7c69de7d2efd7a015ec9a62-f9797d20f921b38a1952a186e2fc49801760155180.jpg




সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের তথ্য নিছক গুজব বলে আখ্যঅয়িত করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়।

শুক্রবার (১০ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

জয় বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিত। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে নিরাপদ সড়ক চাইয়ের কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে আজ জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

তবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়ার ঘটনার সমালোচনা করেছেন জয়। তিনি বলেন, দুঃখজনকভাবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।

তিনি আহ্বান জানিয়ে বলেন, যদি কারও সত্যতা জানার প্রয়োজন হয়, তারা নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে যোগাযোগ করবেন। বার্তায় গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরুতে শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন তিনি। পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে।