News update
  • Garbage pile turns Companiganj Bazar into an unhygienic town     |     
  • Put 'old feuds' aside for a new era of harmony in ME: Trump     |     
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     
  • UN Releases $11 Million for Gaza Aid Amid Fragile Hope     |     
  • Global ‘Food Heroes’ Driving Change From Farm to Table     |     

হোয়াটসঅ্যাপের সিক্রেট টিপস

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-14, 12:11pm

546t454353-8fb9b60935b26acd35f531fe601df8df1760422280.jpg




হোয়াটসঅ্যাপ আজকের দিনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে একটি। দৈনন্দিন যোগাযোগ, কাজকর্ম, ব্যবসা কিংবা পরিবার-বন্ধুদের সঙ্গে সংযোগ রাখার জন্য এটি অপরিহার্য। কিন্তু অনেক ব্যবহারকারী জানেন না যে, হোয়াটসঅ্যাপে এমন কিছু ফিচার আছে যা ব্যবহার করলে আপনার প্রাইভেসি ও সুবিধা আরও বাড়ানো সম্ভব।

এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে ৫টি সিক্রেট টিপস

লাস্ট সিন হাইড করুন:

Settings → Privacy → Last Seen → Nobody।

এতে কেউ জানতে পারবে না আপনি কখন অনলাইন ছিলেন।

মেসেজ রিড রিসিট বন্ধ করুন:

Settings → Privacy → Read Receipts → Off।

নীল টিক আর কেউ দেখতে পারবে না।

চ্যাট লক করে রাখুন:

যেকোনো চ্যাটে লং প্রেস → Lock Chat → ফিঙ্গারপ্রিন্ট দিন।

আপনার প্রাইভেট চ্যাট নিরাপদ থাকবে।

অটো মিডিয়া ডাউনলোড বন্ধ করুন:

Settings → Storage and Data → Media Auto-Download → Never।

এতে ফোনের মেমোরি বাঁচবে।

ডিসঅ্যাপিয়ারিং মেসেজ চালু করুন:

Chat → Contact Info → Disappearing Messages → 24 Hours / 7 Days।

মেসেজ নির্দিষ্ট সময়ে নিজে থেকেই মুছে যাবে।

এই ছোট ছোট টিপসগুলো প্রয়োগ করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ, প্রাইভেট এবং স্মার্ট হয়ে ওঠে। দৈনন্দিন জীবনে এই ফিচারগুলো ব্যবহার করে আপনার ডাটা সুরক্ষিত রাখা সম্ভব।